বারে নাচের দৃশ্য দাবিতে তারেক রহমানের বিকৃত ছবি প্রচার 

সম্প্রতি “এক্সক্লুসিভ: বিদেশি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে তারেকের নারী লোলুপতার ইতিহাস!” শীর্ষক শিরোনামের একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।  

কী দাবি করা হচ্ছে?   

ফেসবুকে গত ২৬ সেপ্টেম্বর Dhaka Television নামক একটি পেজে প্রকাশিত  ‘এক্সক্লুসিভ: বিদেশি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে তারেকের নারী লোলুপতার ইতিহাস‘ (আর্কাইভ) শিরোনামের দীর্ঘ একটি পোস্টে ক্ষমতায় থাকাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সীমাহীন দুর্নীতি এবং একাধিক নারীসঙ্গ উপভোগ করার প্রসঙ্গ টানা হয়।  

 ঐ পোস্টে সংযুক্ত একটি ছবিতে নাচ-গানরত অবস্থায় বেশ কিছু তরুণ-তরুণীদের মাঝে তারেক রহমানকেও খুঁজে পাওয়া যায়। 

একই ছবি ও তথ্যসহ ছড়িয়ে পড়া আরও কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে,  এখানে এবং এখানে

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি তারেক রহমানের নয় বরং মূল ছবিটি এডিট করে সেখানে তারেক রহমানের চেহারা যুক্ত করা হয়েছে।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ২০১৪ সালের ১০ মার্চ ‘নুরালদীন Nuraldeen’ নামক একটি ওয়ার্ডপ্রেস সাইটে গরুদের জন্য সহীহ ফটোশপ টিউটোরিয়াল (আর্কাইভ) শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ফটোশপ টিউটোরিয়াল ভিত্তিক প্রতিবেদনটির শেষাংশে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Image source: Nuraldeen

প্রতিবেদনের শুরুতে বলা হয়, “আপনার অপদার্থ দানা নেতাটি মদ্যপান করে গাড়ি চালিয়ে আমেরিকাতে ধরা পড়ে জেল খেটেছে? এখন অন্য দলের জনপ্রিয় নেতাকে সেই পর্যায়ে নামিয়ে আনতে চান? তাহলে নীচের ধাপগুলো অনুসরণ করুন।” পরবর্তীতে কয়েকধাপে তুরস্কের একটি নাইটক্লাবের ছবির হরাইজন্টাল ইমেজ তৈরীর কথা বলা হয়। 

Image source: Nuraldeen

এরপর ছবিতে থাকা এক ব্যক্তির মুখে তারেক রহমানের মুখ বসিয়ে দেওয়া হয়। এভাবেই ফটোশপের মাধ্যমে সৃষ্টি হয় আলোচিত ছবিটি।

Image source: Nuraldeen

মূল ছবিটির খোঁজে 

আলেচিত ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, ছবির মধ্যে কোনো তারিখ উল্লেখ করা না থাকলেও নূুরালদীন ওয়েবসাইট থেকে পাওয়া মূল ছবিটি তোলার তারিখ হিসেবে ১৮ জানুয়ারী, ২০১৪ রাত ১২:১৯ টা উল্লেখ দেখা যায়।

Image source: Nuraldeen

নুরালদীনের প্রতিবেদনে দাবি করা হয়, ছবিটি তুরস্কের। এই সূত্র ধরে একাধিক পদ্ধতির অনুসন্ধানে ছবিটির মূল উৎস খুঁজে পায় নি রিউমর স্ক্যানার। তবে ছবি শেয়ারিং সাইট ফ্লিকারে ২০১০ সালের ৩ জুন প্রকাশিত তুরস্কের আনকারা’র Murphy’s Dance Bar নামক একটি বারের কিছু ছবি খুঁজে পাওয়া যায়। সেখানে কয়েকটি ছবির উপরের দিকে ধাতব পাইপসদৃশ টানেলের সাথে আলোচিত ছবিটির উপরের দিকের অংশটির মিল খুঁজে পাওয়া যায়।  

Image source: Nuraldeen & Flicker

অর্থাৎ, ছবিটি তুরস্কেরই। 

তারেকের ছবিটি কবে তোলা? 

নুরালদীনের প্রতিবেদনটির সূত্র ধরে ফটোশপে কেটে বসানো তারেক রহমানের মূল ছবিটি ফ্লিকারে খুঁজে পাওয়া যায়। ছবিটিতে সমর্থকদের উদ্দেশ্যে তারেক রহমানকে হাত নাড়তে দেখা যায়। ফ্লিকারে ছবিটি তোলার তারিখ হিসেবে ১৯৮০ সালের পহেলা জানুয়ারী উল্লেখ পাওয়া যায়। তবে সে সময় তারেকের বয়স অনুযায়ী আলোচিত ছবিটির তারিখ অসামঞ্জস্য ঠেকেছে রিউমর স্ক্যানারের কাছে। ছবিটির মূল উৎস সম্পর্কেও নিশ্চিত হওয়া যায় নি।  

Image source: Flicker

মূলত, ২০১৪ সালে Nuraldeen নামের একটি ওয়েবসাইটে ‘গরুদের জন্য সহীহ ফটোশপ টিউটোরিয়াল’ শিরোনামে নেতাদের চরিত্রহনন করতে কিভাবে ছবি এডিট করবেন সে বিষয়ক একটি ফটোশপ টিউটরিয়ালে উদাহরণ দেখাতে গিয়ে ২০১৩ সালের তুরস্কের একটি নাইট ক্লাবের নাচ-গানের একটি ছবি সংগ্রহের পর তা ক্রপ ও হরিজন্টাল মিরর করে ছবিতে থাকা এক যুবকের মুখমণ্ডলে তারেক রহমানের একটি ছবির মুখমণ্ডলের অংশটুকু কেটে নিয়ে বসানোর প্রক্রিয়া দেখানো হয়। সেই টিউটোরিয়ালে এডিট করা ছবিটিই বর্তমানে ‘বারে তারেক রহমানের নাচ-গানের দৃশ্য’ দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হওয়ার পর ২০০৮ সালে জামিনে মুক্ত হয়ে লন্ডনে যান খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান৷ এরপর থেকে স্ত্রী-কন্যা নিয়ে তিনি সেখানেই বসবাস করছেন৷ 

প্রসঙ্গত, তারেক রহমানকে নিয়ে পূর্বেও বিভিন্ন সময়ে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, নাইট ক্লাবে নাচ-গানরত দৃশ্যের এই আলোচিত ছবিটিতে তারেক রহমানের মুখ বিকৃতভাবে জুড়ে দেওয়া হয়েছে।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img