ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তারেক রহমানসহ বিশিষ্টজনদের যোগদান দাবিতে সম্পাদিত ছবি ও ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি ‘ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারেক রহমানসহ বিশিষ্ট জনেরা’ শীর্ষক শিরোনামে ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারেক রহমানসহ বিশিষ্ট জনেরা’ শীর্ষক শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যমুনা টিভির  ফটোকার্ডের আদলে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে৷ প্রকৃতপক্ষে, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তারেক রহমানসহ বিশিষ্টজনদের যোগ দেওয়ার কোনো ঘটনাও ঘটেনি।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডে ব্যবহৃত ছবিটিতে ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের কাছাকাছি অবস্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা আসিফ নজরুল রয়েছে৷ 

উক্ত ছবিটির রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বহুজাতিক সংবাদমাধ্যম সিএনএন এর ওয়েবসাইটে প্রকাশিত ‘The Trump era begins’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়৷ উক্ত প্রতিবেদনের ফিচারে ব্যবহৃত ছবিটির সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির আংশিক মিল রয়েছে৷ 

প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০১৭ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে স্ত্রী মেলানিয়াকে পাশে নিয়ে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার সময়ে ছবিটি ধারণ করা হয়৷ 

Comparison: Rumor Scanner 

সিএনএন প্রতিবেদনের ছবি ও আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবি দুটির পারিপার্শ্বিকতার মধ্য মিল থাকলেও ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের ছবিটিতে ভিন্ন কয়েকজন ব্যক্তির মুখমণ্ডলের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ড. মুহাম্মদ ইউনূস, তারেক রহমান ও আসিফ নজরুলের মুখমণ্ডল প্রতিস্থাপন করার মাধ্যমে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে৷ 

স্টক ইমেজ ওয়েবসাইট গেটি ইমেজেও ডোনাল্ড ট্রাম্পের ২০১৭ সালে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রায় একই একটি ছবি পাওয়া গিয়েছে।

পরবর্তীতে, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে যমুনা টিভির লোগো দেখতে পাওয়া যায়। এছাড়া উক্ত ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ‘২০ জানুয়ারি ২০২৫’ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে যমুনা টিভি’র ভেরিফায়েড ফেসবুক পেজে গত ২০ জানুয়ারি ২০২৫ প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত দাবি সম্বলিত  কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

Comparison: Rumor Scanner 

তাছাড়া, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়৷ 

এই বিষয়ে অধিকতর নিশ্চিত হতে যমুনা টিভি’র ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত ফটোকার্ড ও সংবাদ পর্যবেক্ষণ করা হয়, তবে সেখানে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

বরং, গত ২১ জানুয়ারি যমুনা টিভির ভেরিফাইয়েড ফেসবুক পেজ থেকে এই ফটোকার্ডটির বিষয় নিয়ে অপর একটি ফটোকার্ড পোস্ট করে বলা হয়, ‘যমুনা টিভি এমন সংবাদ প্রচার করেনি; গুজবে বিভ্রান্ত হবেন না’। 

এছাড়াও, যমুনা টিভি ব্যতীত অন্য কোনো গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো নির্ভর‍যোগ্য সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

উপরিউক্ত তথ্যাবলির আলোকে বলা যায়, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি সাম্প্রতিক কোনো ছবি নয়, এটি ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ অনুষ্ঠানের ছবিকে সম্পাদনা করে তৈরি করা হয়েছে এবং দাবিকৃত ফটোকার্ডটি যমুনা টিভি প্রকাশ করেনি।

সুতরাং, ‘ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারেক রহমানসহ বিশিষ্ট জনেরা’ শীর্ষক শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট এবং ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি সম্পাদিত৷ 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img