বিধ্বস্ত ফিলিস্তিন দাবিতে সিরিয়ার আল-আসালি শহরের ভিডিও প্রচার

ইসরায়েলি আগ্রাসনের ফলে ফিলিস্তিন ধ্বংস নগরীতে পরিণত হয়েছে, যেখানে শুধুমাত্র দুটি মসজিদ ব্যতীত বাকি সকল স্থাপনা ধুলিস্যাৎ হয়ে গিয়েছে এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওতে বিধ্বস্ত নগরীর দৃশ্যটি ফিলিস্তিনের নয়। বরং, সিরিয়ার রাজধানী দামেস্ক-এর আল-আসালি শহরের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে Kurdistan24 নামে কুর্দিস্তানভিত্তিক একটি গণমাধ্যমের ফেসবুক পেজে গত ৩ জানুয়ারি প্রচারিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner 

ভিডিওটির শিরোনাম অনুবাদের মাধ্যমে জানা যায়, এটি দক্ষিণ দামেস্ক-এর চিত্র। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের ফলে এই অঞ্চলের সকল স্থাপনা ধুলিস্যাৎ হয়ে গিয়েছে শুধুমাত্র মসজিদগুলো ব্যতীত। 

পরবর্তী অনুসন্ধানে জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে নিউজ এর ইউটিউব চ্যানেলে গত ৫ জানুয়ারি Drone footage shows the level of destruction in Syria’s Damascus after years of war | DW News শীর্ষক শিরোনামে প্রচারিত একই স্থানের আরেকটি শর্টস ভিডিও খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, Kurdistan24 এর ভিডিওটির সাথে এর ফুটেজগুলোর মিল রয়েছে। শুধু এটির সাথে ওই ভিডিওর ধারাবাহিকতার পার্থক্য এবং স্ক্রিন রেশিওর ভিন্নতা রয়েছে। এছাড়াও ভিডিওটি থেকে জানা যায়, এটি গত ২ জানুয়ারি সিরিয়ার রাজধানী দামেস্কে দক্ষিণাঞ্চলে ধারণ করা হয়েছে। বিগত আসাদ শাসনামলের ব্যাপক বোমাবর্ষণে এই অঞ্চল এমন ক্ষতিগ্রস্থ হয়। এছাড়াও ভিডিওটিতে বলা হয়, সিরিয়ার সরকারি বাহিনী, বিদ্রোহী গ্রুপ এবং ইসলামিক স্টেটের যোদ্ধাদের মধ্যে চলা যুদ্ধেও অঞ্চলটি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।

পরবর্তীতে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার ইংরেজি সংস্করণের ইউটিউব চ্যানেলে গত ৬ জানুয়ারি Syrians return to rebuild war-torn al-Asali neighborhood in Damascus শীর্ষক শিরোনাম প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: YouTube 

প্রতিবেদনটি থেকে জানা যায়, আলোচিত ভিডিওর স্থানটি হল সিরিয়ার রাজধানী দামেস্ক-এর আল আসালি অঞ্চল। উক্ত ভিডিওটিতেও আল-আসালি অঞ্চলের বিধ্বস্ত মসজিদটি দেখতে পাওয়া যায়। 

সুতরাং, সিরিয়ার আল আসালি অঞ্চলের ভিডিওকে ফিলিস্তিনের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img