সম্প্রতি, “কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, সিলেটের মানুষ আল্লাহর কান্না” শীর্ষক শিরোনামে ব্রিজ ভেঙে যাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে। পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে সিলেটের বন্যার পানিতে ব্রিজ ভেঙে পড়ার দৃশ্য নয় বরং এটি ২০২১ সালের এপ্রিলে ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় একটি সেতু ভেঙে পড়ার পুরোনো ভিডিও।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ইন্দোনেশিয়ার মূলধারার গণমাধ্যম “ট্রিবিউননিউজ” এর ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ৫ এপ্রিলে “Video Detik-detik Jembatan Lama Kambaniru Sumba Timur, Roboh Diterjang Banjir Bandang” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে হুবহু একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
এছাড়াও,“ট্রিবিউননিউজ” এর অনলাইন সংস্করণে ২০২১ সালের ৪ এপ্রিলে “Jembatan Lama di Kambaniru, Sumba Timur Ambruk” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন হতে আলোচিত ভিডিওটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়।
পাশাপাশি, অস্ট্রেলিয়ান গণমাধ্যমে “SBS News” এর ভেরিফাইড টুইটার একাউন্ট হতে ২০২১ সালের ৫ এপ্রিল প্রচারিত একটি টুইটে একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
মূলত, গত ১০ মে থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয়। সেই সাথে উজান থেকে নেমে আসে পাহাড়ি ঢলের ফলে ১১ মে থেকেই সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়। জেলার শতাধিক ইউনিয়নের মধ্যে প্রায় ৯০টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এক এক করে সড়ক থেকে বাসাবাড়ি, সরকারি স্থাপনা, দোকানপাট থেকে শুরু করে সব জায়গায় বন্যার পানি ঢুকতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। তবে উক্ত ঘটনাকে কেন্দ্র করে ২০২১ সালের ৪ এপ্রিল ইন্দোনেশিয়ার পূর্ব সুম্বা রিজেন্সিতে কাম্বানিরু নদীতে অবস্থিত পুরানো কাম্বানিরু সেতুটি বন্যায় ভেঙে পড়ার ভিডিও দৃশ্যকে সাম্প্রতিক সময়ে সিলেটের বন্যার পানিতে ব্রিজ ভেঙে পড়ার দাবিতে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিলে ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় কাম্বানিরু সেতু ভেঙে পড়ার উক্ত ভিডিওকে গত মে মাসে ভারতের আসামের বন্যার ভিডিও দাবিতে প্রচার করা হলে ভারতের গুজব শনাক্তকারী প্রতিষ্ঠান “newsmeter” ও “altnews” উক্ত বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।
প্রসঙ্গত, বাংলাদেশের সিলেট অঞ্চলে গত ১৪ মে থেকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু করে। এর ফলে সিলেট মহানগরসহ জেলার ১৩টি উপজেলায় প্লাবিত হয় হাজার হাজার গ্রাম। পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার মানুষ। পার্শ্ববর্তী ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে প্রায় ২ হাজার ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেখান থেকে নেমে আসা পানির ঢলেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যা গত ১৮ বছরের মধ্যে সিলেটে সবচেয়ে বড় বন্যায় পরিণত হয়েছে।
সুতরাং, এক বছর আগে ইন্দোনেশিয়ায় পূর্ব সুম্বা রিজেন্সিতে কাম্বানিরু নদীতে অবস্থিত পুরানো কাম্বানিরু সেতুটি বন্যায় ভেঙে পড়ার ভিডিওকে বাংলাদেশের সিলেটে চলমান বন্যার পানির প্রভাবে ব্রিজ ভেঙে পড়ার ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Tribunnews Youtube – https://youtu.be/GdjYm9cyujc
- Tribunnews – Jembatan Lama di Kambaniru, Sumba Timur Ambruk
- SBS News Twitter – https://twitter.com/SBSNews/status/1378911766046855168?s=20&t=kgGyh6NyQu1k-YHbNyXS7Q