গত ১৩ নভেম্বর নওগাঁ মেডিকেল কলেজে নতুন নিয়োগ পাওয়া এনটামি বিভাগের অধ্যাপক ডা. কান্তা রায় রিমিকে অপসারণের দাবিতে ক্লাস এবং পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
এরই প্রেক্ষিতে, নতুন নিয়োগ পাওয়া অধ্যাপক ডা. কান্তা রায় রিমি হিন্দু ধর্মালম্বী হওয়ায় শিক্ষার্থীরা তাঁর অপসারণের জন্য বিক্ষোভ করেছে শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এক্সে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নওগাঁ মেডিকেল কলেজে নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ডা. কান্তা রায় রিমি সনাতন ধর্মালম্বী হওয়ায় তাকে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেনি বরং, অধ্যাপক ডা. রিমির বিরুদ্ধে ফ্যাসিস্টের দোসর, বিভিন্ন সময় শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা এবং নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ এনে শিক্ষার্থীরা তাঁর অপসারণের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেছিল।
অনুসন্ধানে মূল ধারার অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে গত ১৩ নভেম্বর “নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যাপককে অপসারণের দাবিতে বিক্ষোভ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৩ নভেম্বর নওগাঁ মেডিকেল কলেজে নতুন নিয়োগ পাওয়া এনটামি বিভাগের অধ্যাপক ডা. কান্তা রায় রিমিকে অপসারণের দাবিতে ক্লাস এবং পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, নতুন নিয়োগ পাওয়া এনাটমি বিভাগের অধ্যাপক ডা. কান্তা রায় রিমি ফ্যাসিস্টের দোসর এবং বিভিন্ন সময় শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তার বিরুদ্ধে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে। এ সময় শিক্ষার্থীরা ডা. কান্তা রায় রিমিকে অপসারণের দাবিতে নানা স্লোগান দিতে থাকে।
বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য নওগাঁর স্থানীয় একাধিক সাংবাদিক এবং নওগাঁ মেডিকেল কলেজের একাধিক সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীর সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার।
দেশ রূপান্তরের নওগাঁ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান পারভেজ বলেন, ধর্ম সংক্রান্ত কোনো কারণে অপসারণের দাবি করার বিষয়ে কিছু শুনিনি। আমি যতটুকু শুনেছি তিনি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিলেন বিধায় শিক্ষার্থীরা অপসারণের দাবি করেছিল।
ঢাকা পোস্টের নওগাঁ প্রতিনিধি রোমন বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। ধর্মীয় কোনো দাবি শিক্ষার্থীরা উত্থাপন করেনি। মূলত, আগের সরকারের ক্ষমতা দেখানো এবং শিক্ষার্থীদের সাথে বাজে আচরণ করার অভিযোগ এনে শিক্ষার্থী ওই শিক্ষিকার অপসারণের দাবি তুলেছিল।
নওগাঁ মেডিকেল কলেজের সনাতনী ধর্মাবলম্বী শিক্ষার্থী সৌভিক ধর চৌধুরী বলেন, ধর্মীয় কোনো ইস্যুতে অপসারণের দাবি করা হয়নি। এটি সম্পূর্ণ মিথ্যা একটি তথ্য।
আরেক সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী প্রশ্মিতা বিশ্বাস বলেন, এখানে ধর্মের যে বিষয়টি বলা হচ্ছে এটি সম্পূর্ণ মিথ্যা।
সুতরাং, নওগাঁ মেডিকেল কলেজে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ডা. কান্তা রায় রিমি সনাতন ধর্মালম্বী হওয়ায় তাকে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Dhaka Post- নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যাপককে অপসারণের দাবিতে বিক্ষোভ
- Local Journalists- Statement
- Naogaon Medical College- Students Statement
- Rumor Scanner’s Own Analysis