ক্রিকেটার মারুফা আকতারের এসএসসি ফলাফল নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য 

সম্প্রতি, চলতি বছরের এসএসসি পরীক্ষায় বাংলাদেশের নারী ক্রিকেট দলের পেসার মারুফা আকতার ৪.৬ পেয়ে উত্তীর্ণ হয়েছেন শীর্ষক দাবিতে একটি তথ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ডেইলি ক্যাম্পাস, আজকের পত্রিকা, যমুনা টিভি, বার্তা২৪, আরটিভি, সমকাল, ডিবিসি নিউজ, ইত্তেফাক, কালবেলা, জুম বাংলা এবং সাম্প্রতিক দেশকাল

একই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটার মারুফা আকতার ৪.৬ (৪.৬০) নয় বরং বিকেএসপি থেকে পরীক্ষায় অংশ নিয়ে মারুফা ৪.০৬ পেয়েছেন। 

তথ্যটির সত্যতা যাচাইয়ে কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ২৮ জুলাই অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টে “এসএসসি: মাঠের বাইরেও সাফল্য পেলেন অদম্য মারুফা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Dhaka Post

প্রতিবেদনটি থেকে জানা যায়, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ৪.০৬ পেয়ে উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আকতার। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন তিনি।

পরবর্তীতে দাবিটি নিয়ে অধিকতর সত্যতা যাচাইয়ে এই প্রতিবেদনটির প্রতিবেদক ঢাকা পোস্টের রংপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ শরীফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তার সূত্রে ক্রিকেটার মারুফার এসএসসির ফলাফলের একটি কপি খুঁজে পাওয়া যায়। 

এই ফলাফল থেকে জানা যায়, মারুফা আক্তার মানবিক শাখা থেকে জিপিএ ৪.০৬ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। 

Image:  Marufa Akter’s Marksheet 

বিষয়টি নিয়ে আরও নিশ্চিত হতে মারুফা আকতারের ভাই আল আমিন ইসলামের সঙ্গেও যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি রিউমর স্ক্যানারকে, মারুফা আকতার এসএসসিতে ৪.০৬ পেয়েছেন বলে নিশ্চিত করেন

মূলত, ২৮ জুলাই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এই পরীক্ষায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র শিক্ষার্থী হিসেবে মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আকতার জিপিএ ৪.০৬ অর্জন করেন। তবে তার এই ফলাফলকেই কতিপয় গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জিপিএ ৪.৬ দাবিতে সংবাদ প্রকাশ করা হয়।  

সুতরাং, নারী ক্রিকেট দলের পেসার মারুফা আকতার ৪.৬ পেয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img