সম্প্রতি একটি ভিডিওকে ঘূর্ণিঝড় মোখার ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
কী দাবি করা হচ্ছে?
১৯ সেকেন্ডের আলোচিত ভিডিওটিতে প্রবল ঝড়ে গাছপালা উড়ে যাওয়ার সাথে সাথে মানুষের ভয়ার্ত চিৎকারের শব্দ শুনতে পাওয়া যায়। উক্ত ভিডিওটিকে ঘূর্ণিঝড় মোখার ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমনকিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি ঘূর্ণিঝড় মোখার নয় বরং এটি ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের উইনউড শহরে আঘাত হানা একটি টর্নেডোর ভিডিও।
আলোচিত ভিডিওটি’র কি ফ্রেম কেটে কয়েকটি স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যায়, ১৯ সেকেন্ডের এই ভিডিওটি D. McGowan নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৬ সালের ১৯ মে ‘100 YARDS AWAY VIOLENT STOVEPIPE EF-4 TORNADO – near Katie – Wynnewood, OK – May 9, 2016” শীর্ষক শিরোনামে প্রকাশিত ৭ মিনিট ০৯ সেকেন্ডের ভিডিওটি থেকে নেওয়া হয়েছে।
ভিডিওটি থেকে জানা যায়, এটি ২০১৬ সালের ৯ মে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের উইনউড শহরে আঘাত হানা একটি টর্নেডোর ভিডিও।
এই ভিডিওটি’র ৪ মিনিট ৩৫ সেকেন্ড থেকে পরবর্তী ৪ মিনিট ৫৪ সেকেন্ড পর্যন্ত অংশটিকে ঘূর্ণিঝড় মোখার দৃশ্য দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে।
পরবর্তীতে, যুক্তরাষ্ট্রের National Weather Service এর ওয়েবসাইট থেকেও উক্ত টর্নেডোর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, ঘূর্ণিঝড় মোখার ভিডিও দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি প্রকৃতপক্ষে ঘূর্ণিঝড় মোখার নয়।
মূলত, সম্প্রতি ১৯ সেকেন্ডের একটি ভিডিওকে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় মোখার দৃশ্য দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে জানা যায়, উক্ত ভিডিওটি ঘূর্ণিঝড় মোখার নয় বরং এটি যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের উইনউড শহরে আঘাত হানা একটি টর্নেডোর ভিডিও।
উল্লেখ্য, পূর্বেও ঘূর্ণিঝড় মোখা নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের উইনউড শহরে আঘাত হানা একটি টর্নেডোর ভিডিওকে ঘূর্ণিঝড় মোখার ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- D. McGowan on YouTube: 100 YARDS AWAY VIOLENT STOVEPIPE EF-4 TORNADO – near Katie – Wynnewood, OK – May 9, 2016
- National Weather Service: https://www.weather.gov/oun/events-20160509
- Rumor Scanner Own Analysis