আজ ০৭ ফেব্রুয়ারী, অনলাইন সংবাদমাধ্যম ‘আমাদের সময়’ এর ওয়েবসাইটে “এইচএসসির ফল প্রকাশ আজ” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
উক্ত প্রতিবেদনের লিংক দেখুন এখানে (আর্কাইভ)।

‘আমাদের সময়’ এর একই বিষয়ে ফেসবুকে প্রকাশিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এইচএসসির ফলাফল আজ (০৭ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়নি বরং এই ফলাফল প্রকাশ হবে আগামীকাল ০৮ ফেব্রুয়ারি৷
গত বছরের ৬ নভেম্বর শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখের কিছু বেশি। এই পরীক্ষার ফল প্রকাশের তারিখ আজ ০৭ ফেব্রুয়ারি উল্লেখ করেছে ‘আমাদের সময়’।
এ বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চের মাধ্যমে জাতীয় দৈনিক ‘প্রথম আলো’ এর ওয়েবসাইটে গত ২৯ জানুয়ারী “এইচএসসির ফল প্রকাশিত হবে ৮ ফেব্রুয়ারি” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, “আগামী ৮ ফেব্রুয়ারি উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। আজ রোববার সকালে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।”

পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গতকাল (০৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতেও একই তথ্য উল্লেখ পাওয়া যায়।

অর্থাৎ, এইচএসসির ফলাফল প্রকাশ হবে আগামীকাল ০৮ ফেব্রুয়ারি।
তবে ‘আমাদের সময়’ এর আলোচিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, “উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে প্রকাশ করা হবে।”

অর্থাৎ, আলোচিত প্রতিবেদনের শিরোনামে এইচএসসির ফলাফল আজ প্রকাশের কথা উল্লেখ থাকলেও বিস্তারিত প্রতিবেদনে আগামীকাল অর্থাৎ ০৮ ফেব্রুয়ারি এইচএসসি ফলাফল প্রকাশের তথ্য দেওয়া হয়েছে।
উক্ত প্রতিবেদনটির শিরোনামের লেখাটিই আমাদের সময়ের ফেসবুক পেজে পোস্ট করায় স্বাভাবিকভাবেই ফেসবুক ব্যবহারকারীরা এইচএসসির ফলাফল আজ প্রকাশ হবে বলে ধরে নিয়েছেন।

মূলত, আন্তশিক্ষা বোর্ড সূত্রে গত ২৯ জানুয়ারী জানা যায়, এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ০৮ ফেব্রুয়ারি। তবে অনলাইন সংবাদমাধ্যম ‘আমাদের সময়’ আজ এক প্রতিবেদনের শিরোনামে “আজ ফল প্রকাশ হবে” উল্লেখ করেছে। তবে বিস্তারিত প্রতিবেদনে ০৮ ফেব্রুয়ারি এইচএসসি ফলাফল প্রকাশের তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনটির শিরোনামের লেখাটি আমাদের সময়ের ফেসবুক পেজে পোস্ট করার পর স্বাভাবিকভাবেই ফেসবুক ব্যবহারকারীরা এইচএসসির ফলাফলের তারিখ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন।
সুতরাং, এইচএসসির ফলাফল প্রকাশের তারিখ আগামীকাল ৮ ফেব্রুয়ারি হলেও আজ ০৭ ফেব্রুয়ারি ‘আজ ফল প্রকাশ হবে’ উল্লেখ করে সংবাদ গণমাধ্যমে প্রচারিত হয়; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Prothom Alo: এইচএসসির ফল প্রকাশিত হবে ৮ ফেব্রুয়ারি
- Dhaka Education Board: Notice