সম্প্রতি, ‘চট্টগ্রাম-ময়মনসিংহ বিজয় এক্সপ্রেস ময়মনসিংহ জংশনে অবস্থান কালে বিজয় এক্সপ্রেস থেকে বদনা চুরি করার দায়ে ময়মনসিংহের এক যুবক কে আটক করেছে ময়মনসিংহ রেলওয়ে পুলিশ’ শীর্ষক শিরোনামে ডিবিসি’র ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বদনা চুরির দায়ে ময়মনসিংহে ট্রেন থেকে যুবক আটকের দাবিটি মিথ্যা। এছাড়া উক্ত দাবিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজও কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ইংরেজি পত্রিকা ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২১ সালের ২২ আগস্ট ‘হোয়াটসঅ্যাপে আইজিপি সেজে ডিআইজিকে ‘হাই’, যুবক গ্রেপ্তার’ শীর্ষক শিরোনামে প্রচারিত প্রতিবেদনের ফিচার ইমেজটি ব্যবহার করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ডিবিসি নিউজের ডিজাইনের আদলে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে দাবিটির সত্যতা যাচাইয়ে ফটোকার্ডটিতে থাকা লোগো’র সূত্র ধরে নিউজের ভেরিফাইড ফেসবুক পেজে সম্প্রতি প্রচারিত উক্ত শিরোনাম বা তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ডিবিসি নিউজের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্যকোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ড এবং ডিবিসি নিউজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম

এতে আলোচিত ফটোকার্ড এবং ডিবিসিতে প্রকাশিত অন্যান্য ফটোকার্ডের শিরোনামের ফন্টের সুস্পষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়।

এছাড়া, ডিবিসি নিউজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত প্রতিটি ফটোকার্ডের শিরোনাম লেখার ফন্ট এবং আলোচিত ফটোকার্ডের ফন্ট ভিন্ন। এছাড়াও ডিবিসির প্রকাশিত ফটোকার্ডে শিরোনাম লেখার ক্ষেত্রে সাধারণত লাল এবং কালো এই দুই রঙের ফন্ট দেখা যায়। যা আলোচিত ফটোকার্ডের ক্ষেত্রে অনুপস্থিত।
পরবর্তী অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইংরেজি পত্রিকা ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২১ সালের ২২ আগস্ট ‘হোয়াটসঅ্যাপে আইজিপি সেজে ডিআইজিকে ‘হাই’, যুবক গ্রেপ্তার’ শীর্ষক শিরোনামে প্রচারিত প্রতিবেদনে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, রাজশাহী রেঞ্জের ডিআইজির সরকারি ফোন নম্বর দিয়ে খোলা হোয়াটসঅ্যাপ আইডিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদের ইউনিফর্ম পরা ছবি যুক্ত করে ভুয়া আইডি খুলে তা দিয়ে হাই লিখে মেসেজ পাঠায় আমিরুল ইসলাম নামের নওগাঁর এক যুবক। বিষয়টি সন্দেহজনক হওয়ায় জেলা পুলিশের সাইবার টিমের সহায়তায় উক্ত যুবককে আটক করা হয়।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, তিনি ড. বেনজির আহমেদের ছবি যুক্ত ভুয়া আইডি থেকে পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে মেসেজ পাঠিয়ে পরে সেগুলোর স্ক্রিনশট দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও এলাকায় প্রাধান্য বিস্তারের চেষ্টা করত।
অর্থাৎ, ডিবিসি আলোচিত শিরোনামে প্রচারিত ফটোকার্ডটি প্রচার করেনি।
মূলত, ২০২১ সালের আগস্টে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদের ছবিযুক্ত একটি হোয়াটসঅ্যাপ আইডি থেকে পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে মেসেজ পাঠানো হয়। পরবর্তীতে পুলিশের সাইবার টিমের সহায়তায় আমিরুল ইসলাম নামের এক যুবককে নওগাঁ থেকে আটক করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ইংরেজি দৈনিক পত্রিকা ঢাকা ট্রিবিউন তাদের ওয়েবসাইটে ২২ আগস্ট ‘হোয়াটসঅ্যাপে আইজিপি সেজে ডিআইজিকে ‘হাই’, যুবক গ্রেপ্তার’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। সম্প্রতি, উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবিটি ব্যবহার করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট বা সম্পাদনার মাধ্যমে ‘চট্টগ্রাম-ময়মনসিংহ বিজয় এক্সপ্রেস ময়মনসিংহ জংশনে অবস্থান কালে বিজয় এক্সপ্রেস থেকে বদনা চুরি করার দায়ে ময়মনসিংহের এক যুবক কে আটক করেছে ময়মনসিংহ রেলওয়ে পুলিশ’ শীর্ষক শিরোনামে ডিবিসি নিউজের ফটোকার্ডের আদলে তৈরি একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমের নাম, লোগো, শিরোনাম এবং নকল ফটোকার্ড ব্যবহার করে অপপ্রচারের বিষয়ে গত ০৫ সেপ্টেম্বর বিস্তারিত ফ্যাক্ট ফাইল প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ‘চট্টগ্রাম-ময়মনসিংহ বিজয় এক্সপ্রেস ময়মনসিংহ জংশনে অবস্থান কালে বিজয় এক্সপ্রেস থেকে বদনা চুরি করার দায়ে ময়মনসিংহের এক যুবক কে আটক করেছে ময়মনসিংহ রেলওয়ে পুলিশ’ শীর্ষক শিরোনামে ডিবিসি নিউজের আদলে তৈরি ফটোকার্ডটি ভুয়া এবং আলোচিত দাবিটিও সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Dhaka Tribune Bangla Website: হোয়াটসঅ্যাপে আইজিপি সেজে ডিআইজিকে ‘হাই’, যুবক গ্রেপ্তার (dhakatribune.com)
- Rumor Scanner’s Own Analysis