বিপিএলে শাকিব খানের দলে সাকিব অধিনায়ক জানিয়ে সময় টিভি কোনো সংবাদ প্রকাশ করেনি

সম্প্রতি, ‘বিপিএলে শাকিব খানের ঢাকা দলে অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান’ শীর্ষক শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

বিপিএলে শাকিব

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।   

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আসন্ন  বিপিএল আসরে অভিনেতা শাকিব খানের দলে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের অধিনায়কত্ব করবেন দাবি করে সময় টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সময় টিভির ফটোকার্ড নকল করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটিতে সময় টিভির লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ০৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখের কথা উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে সময় টিভি‘র ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও সময় টিভি’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

আলোচিত ফটোকার্ডের সাথে সময় টিভির পেজে প্রচারিত ফটোকার্ডের গ্রাফিক্যাল ডিজাইনের মিল থাকলেও আলোচিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে সময় টিভির সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলোতে প্রচারিত ফটোকার্ডের ফন্টের পার্থক্য পরিলক্ষিত হয়।

Photocard Comparison by Rumor Scanner

পরবর্তীতে এবারের আসরে অভিনেতা শাকিব খান কোনো দল কিনছেন কিনা জানতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি-এর ওয়েবসাইটে গত ৮ সেপ্টেম্বর বিপিএলে শাকিবের দলে খেলবেন সাকিব? শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: NTV 

প্রতিবেদনটি থেকে জানা যায়, প্রতিবারের মতো এবারও বিপিএলে দল মালিকানার পরিবর্তন আসছে। আর এবার এ তালিকায় যুক্ত হচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের নাম। প্রতিষ্ঠানটি ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহী। এ বিষয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক চিত্রনায়ক মামনুন হাসান ইমন বিসিবি কার্যালয়ে সভাপতি ফারুক আহমেদের সঙ্গে আলোচনাও করেন। ক্রিকেটার সাকিব আল হাসান প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় তাকে এবারের বিপিএল আসরে শাকিবের দলে দেখতে পাওয়া যেতে পারে কিনা এমন একটি সম্ভাবনা থাকার কথা ইঙ্গিত  হয়েছে প্রতিবেদনটিতে। তবে এ বিষয়ে প্রতিবেদনটিতে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

এছাড়াও, মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত অন্য কোনো সূত্রেও এবারের বিপিএল আসরে অভিনেতা শাকিব খানের দলে ক্রিকেটার সাকিব আল হাসানের অধিনায়কত্ব করার বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ‘বিপিএলে শাকিব খানের ঢাকা দলে অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান’ শীর্ষক দাবিতে সময় টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img