সম্প্রতি, একসাথে পদত্যাগ করলেন শেখ হাসিনা ও সিইসি তফসিল বাতিল দেশ চালাবে সেনাবাহিনী– শীর্ষক ক্যাপশনে এবং থাম্বনেইলে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল পদত্যাগ করেছেন। এছাড়া, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল করা হয়েছে এবং দেশ চালানোর দায়িত্ব সেনাবাহিনীর হাতে।
উক্ত তথ্যে ফেসবুকে প্রচারিত ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত এমন কিছু ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের পদত্যাগ কিংবা তফসিল বাতিল করে সেনাবাহিনী কর্তৃক দেশ চালানোর কোনো ঘটনা ঘটেনি বরং অধিক ভিউ পাবার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, খণ্ড খণ্ড কয়েকটি ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে উক্ত ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটিতে বিএনপি’র নেতা গোলাম মাওলা রনির বক্তব্যের একটি ভিডিও ক্লিপ দেখা যায়।
গোলাম মাওলা রনির বক্তব্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে গোলাম মাওলা রনির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গত ২৯ নভেম্বর “পদত্যাগ করতে পারেন সিইসি ! সরকারের সমঝোতার ব্যর্থটা নিয়ে বোমা ফাটালেন বিগ্রেডিয়ার সাখাওয়াত!” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
১৪ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ভিডিওটিতে বিএনপি’র নেতা গোলাম মাওলা রনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কার্যক্রম নিয়ে সমালোচনা করে বক্তব্য দিয়েছেন। এছাড়া, ভিডিওটির শুরুতে গোলাম মাওলা রনিকে বলতে শোনা যায়, আমাদের বাংলাদেশে এখন সিইসি নামক যিনি রয়েছেন প্রধান ইলেকশন কমিশনার জনাব কাজী হাবিবুল আউয়াল। তিনি কি পদত্যাগ করেছেন বা পদত্যাগ করছেন বা তাঁর পক্ষে পদত্যাগ সম্ভব কি না? এই বিষয়টি নিয়ে তাত্ত্বিক কিছু আলোচনা হবে। এর অর্থ এই নয় যে তিনি পদত্যাগ করেছেন বা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।
পাশাপাশি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের পদত্যাগ কিংবা তফসিল বাতিল করে সেনাবাহিনী কর্তৃক দেশ চালানোর দাবিগুলো নিয়ে গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো গ্রহণযোগ্য সূত্রে কেনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
মূলত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং সেনাবাহিনীর অধীনে নির্বাচন করার দাবিতে বিএনপি-জামায়াতসহ আওয়ামী লীগ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছে। এই আন্দোলনকে কেন্দ্র করে ইন্টানেটে নানা ধরনের তথ্য প্রচার হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ইন্টানেটে “একসাথে পদত্যাগ করলেন শেখ হাসিনা ও সিইসি তফসিল বাতিল দেশ চালাবে সেনাবাহি” শীর্ষক দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়। ভিডিওটি নিয়ে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দাবিগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে অধিক ভিউ পাবার আশায় ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ এবং ছবি যুক্ত করে তাতে চটকদার থাম্বনেইল ও শিরোনাম ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিগুলো প্রচার করা হয়েছে। এছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে দাবিগুলোর সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণের দিন রেখে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষনে এই ঘোষণা দেন তিনি।
সুতরাং, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ, নির্বাচনের তফসিল বাতিল এবং দেশ চালাবে সেনাবাহিনী শীর্ষক তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Golam Maula Rony- YouTube Video
- Rumor Scanner’s Own Analysis