সম্প্রতি, “এইমাত্র পদত্যাগ করলেন শেখ হাসিনা তফসিল বাতিল আজ থেকে দেশ চালাবে সেনাবাহিনী” শীর্ষক দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নির্বাচনের তফসিল বাতিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পদত্যাগপত্রে স্বাক্ষর কিংবা সেনাবাহিনী কর্তৃক দেশ চালানোর দাবিতে প্রচারিত তথ্যগুলো সঠিক নয় বরং অধিক ভিউ পাবার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো কয়েকটি ভিডিও ক্লিপ এবং ছবি যুক্ত করে সম্পাদনার মাধ্যমে তৈরি একটি ভিডিও প্রতিবেদন।
প্রথম ভিডিও ক্লিপ যাচাই
ভিডিও ক্লিপগুলোর বিষয়ে অনুসন্ধানে প্রথম ভিডিওতে থাকা এনটিভির লোগোর সূত্র ধরে অনুসন্ধানে ২০২২ সালের ২০ অক্টোবর এনটিভি নিউজের ইউটিউব চ্যানেলে “ক্ষমতাগ্রহনের ৪৫ দিনেই পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের প্রথম কয়েক সেকেন্ড অংশটুকু কাট করে আলোচিত ভিডিওতে যুক্ত করা হয়েছে।

সংবাদ প্রতিবেদনটিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগের বিষয়ে বলা হয়।
অর্থাৎ আলোচিত দাবির সাথে এই ভিডিও প্রতিবেদনের কোনো প্রকার প্রাসঙ্গিকতা নেই।
দ্বিতীয় ভিডিও ক্লিপ যাচাই
আলোচিত ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও ক্লিপ দেখানো হয়। ভিডিওটির কয়েকটি স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে গত ২১ সেপ্টেম্বর অনলাইন গণমাধ্যম ঢাকা ট্রিবিউন এ “Dhaka signs treaty of high seas for sustainable use of marine resources” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতীয় অধিক্ষেত্রের বাইরের অঞ্চলের সামুদ্রিক জৈবিক বৈচিত্র্যের সংরক্ষণ এবং সাগরের আইন সম্পর্কিত জাতিসংঘের অধীনে একটি চুক্তিতে স্বাক্ষর করেন।

অর্থাৎ, উক্ত ঘটনার একটি ভিডিও ক্লিপ আলোচিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে।
তৃতীয় ভিডিও ক্লিপ যাচাই
আলোচিত ভিডিওটিতে ডিবিসি নিউজের সংবাদ পাঠের একটি ভিডিও দেখতে পায় রিউমর স্ক্যানার। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে ২০২২ সালের ১৯ ডিসেম্বর “বিএনপি দেশে আবারো সামরিক শাসন চায় কি-না সংশয়ে আওয়ামী লীগ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত সংবাদ প্রতিবেদনের প্রথম অংশটুকু অপ্রাসঙ্গিকভাবে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে।

চতুর্থ ভিডিও ক্লিপ যাচাই
আলোচিত দাবিটি প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও দেখানো হয়। উক্ত ভিডিওটির অনুসন্ধানে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে গত ১০ সেপ্টেম্বর গোলাম মাওলা রনির ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওতে তিনি গণঅভ্যুত্থান সহ বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেন। এই বিষয়গুলো আলোচিত ভিডিওটিতে কোনো প্রকার প্রাসঙ্গিকতা ছাড়াই যুক্ত করা হয়েছে।
এছাড়া, গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো গ্রহণযোগ্য সূত্রে আলোচিত দাবিগুলোর বিষয়ে কেনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
মূলত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং সেনাবাহিনীর অধীনে নির্বাচন করার দাবিতে বিএনপি-জামায়াতসহ আওয়ামী লীগ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছে। এই আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তথ্য প্রচার হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘এইমাত্র পদত্যাগ করলেন শেখ হাসিনা তফসিল বাতিল আজ থেকে দেশ চালাবে সেনাবাহিনী’ শীর্ষক দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়। ভিডিওটি নিয়ে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দাবিগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে অধিক ভিউ পাবার আশায় ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ এবং ছবি যুক্ত করে তাতে চটকদার থাম্বনেইল ও শিরোনাম ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে দাবিগুলোর সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণের দিন রেখে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষনে এই ঘোষণা দেন তিনি।
সুতরাং, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রে স্বাক্ষর, নির্বাচনের তফসিল বাতিল এবং দেশ চালাবে সেনাবাহিনী শীর্ষক তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- NTV News : ক্ষমতাগ্রহনের ৪৫ দিনেই পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
- Dhaka Tribune : Dhaka signs treaty of high seas for sustainable use of marine resources
- DBC NEWS : বিএনপি দেশে আবারো সামরিক শাসন চায় কি-না সংশয়ে আওয়ামী লীগ
- Golam Maula Rony : Facebook account