তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা হচ্ছে বলে উপদেষ্টা আসিফ নজরুলের নামে ভুয়া মন্তব্য প্রচার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাতটি কলেজকে (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ) নিয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে অনেক দিন ধরে আন্দোলন করছেন এসকল কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি বেশ কিছুদিন ধরে তিতুমীর কলেজকে এককভাবে বিশ্ববিদ্যালয় করার একটি দাবিও উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের কাছ থেকে। সম্প্রতি, অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে উদ্ধৃত করে “৬ কলেজ আপাতত কোন বিশ্ববিদ্যালয় হচ্ছে না, তবে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা হচ্ছে” এমন একটি দাবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল “৬ কলেজ আপাতত কোন বিশ্ববিদ্যালয় হচ্ছে না, তবে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা হচ্ছে” শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং, তিনি রাতারাতি কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি

অনুসন্ধানে ‘সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি’ নামক ফেবসবুক পেইজে এই বিষয়ে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটিতে উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে উদ্ধৃত করে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা হচ্ছে দাবির বিষয়ে জানানো হয়, ‘এটি একটি গুজব। আসিফ নজরুল কোথাও এমন কথা বলেননি। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর থেকে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিকে নিশ্চিত করা হয়েছে।

তাছাড়া, ‘DC Campus’ নামক ফেসবুক পেজে গত ১৪ নভেম্বর ‘আসিফ নজরুল স্যারের মতে ৭ কলেজ আপাতত ইউনিভার্সিটি হচ্ছে না! তবে আলাদা প্রশাসনিক ভবন হবে। তাহলে শিক্ষার্থীদের আন্দোলনের লাভ কি হলো?’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও পাওয়া যায়।

ভিডিওতে উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে বলতে শোনা যায়, তিনি ভিসিকে বলেছেন দায়িত্ব নিতে চাইলে ওদের জন্য আলাদা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং করেন ওদের জন্য। এবং আশেপাশে থাকা ছেলেদের উদ্দেশ্যে বলেন, তোমাদের আলাদা ইউনিভার্সিটি হলেই সলিউশন হবেনা বাবা। আলাদা ইউনিভার্সিটি করতে অনেক টাইম লাগবে। তোমাদের জন্য আলাদা অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং দিতে হবে এবং তোমাদের কলেজ থেকে যেসব অফিসাররা আছে তাদেরকে ঐখানে নিয়োগ দিতে বলো।

এছাড়া, আজ সচিবালয়ে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, “ওভার নাইট একটা  কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না। এটি অযৌক্তিক। ট্রেনে আক্রমণ করে নারী-শিশুকে আহত করা অমানবিক। সরকারকে আন্দোলনকারীরা কিছুটা পেয়ে বসেছে। তবে, সরকার যখন কঠোর হবে, তখন কঠোর হওয়ার মতই হবে।”

অর্থাৎ, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে উদ্ধৃত করে ৬ কলেজ আপাতত কোন বিশ্ববিদ্যালয় হচ্ছে না, তবে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা হচ্ছে দাবির সপক্ষে কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এমন কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো।

সুতরাং, অধ্যাপক ড. আসিফ নজরুলকে “৬ কলেজ আপাতত কোন বিশ্ববিদ্যালয় হচ্ছে না, তবে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা হচ্ছে” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img