সম্প্রতি, ‘দেশে ফিরেই মাগির ফিতা কাটলো সাকিব’ শীর্ষক শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির আদলে তৈরি একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘দেশে ফিরেই মাগির ফিতা কাটলো সাকিব’ শীর্ষক শিরোনামে সময় টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং চ্যানেলটির একটি ফটোকার্ডের শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে এটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম।
ফটোকার্ডটির উপরের ডান কোণে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির লোগো ব্যবহার করা হয়েছে। এই সূত্রে ধরে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে সময় টিভির ওয়েবসাইট, ভেরিফাইড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে সময় টিভির ফেসবুক পেজে গত ১৬ সেপ্টেম্বর ‘এশিয়া কাপে টাইগাররা যখন একের পর এক ম্যাচে হেরে সমালোচনায় জর্জরিত, ঠিক তখন দেশে ফিরে আসেন সাকিব আল হাসান।…’ শীর্ষক শিরোনামে একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়।
এই পোস্টে ব্যবহৃত ফটোকার্ডের সঙ্গে ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটির ছবি ও শিরোনামের কিছু অংশের মিল খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে এই ফটোকার্ডটির সাথে আলোচিত ফটোকার্ডটির তূলনামূলক বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়।
প্রথমত আলোচিত ফটোকার্ডে ‘মাগির ফিতা কাটলো সাকিব’ শীর্ষক বাক্যাংশ যে ফন্টে লেখা হয়েছে সে ফন্টের সাথে ‘দেশে ফিরেই’ বাক্যাংশে ব্যবহৃত ফন্টের মিল নেই।
দ্বিতীয়ত সময় টিভির ফটোকার্ডে এই অংশের নিচে লেখা ছিল ‘সিমেন্ট কোম্পানির সঙ্গে চুক্তি সাকিবের।’ যেখানে আলোচিত ফটোকার্ডে লেখা, ‘মাগির ফিতা কাটলো সাকিব।’
এসব বিশ্লেষণ থেকে প্রতীয়মান হয় যে, এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ‘মাগির ফিতা কাটলো সাকিব’ শীর্ষক বাক্যাংশ যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূলত, সদ্য সমাপ্ত এশিয়া কাপ খেলে দেশে ফিরে গত ১৬ সেপ্টেম্বর ফ্রেশ সিমেন্ট এর সাথে ‘শুভেচ্ছাদূত’ হিসেবে চুক্তি সম্পাদন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। এ চুক্তি সম্পাদন নিয়ে ‘দেশে ফিরেই সিমেন্ট কোম্পানির সঙ্গে চুক্তি সাকিবের’ শীর্ষক একটি ফটোকার্ড ও প্রতিবেদন প্রকাশ করে বেসরকারি টিভি চ্যানেল সময় টিভি। পরবর্তীতে সময় টিভির এই ফটোকার্ডটিকেই সম্পাদনা করে ‘দেশে ফিরেই মাগির ফিতা কাটলো সাকিব’ শীর্ষক শিরোনামে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সুতরাং, সময় টিভির ফটোকার্ড ব্যবহার করে ‘দেশে ফিরেই মাগির ফিতা কাটলো সাকিব’ শীর্ষক শিরোনামে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং আলোচিত ফটোকার্ডটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- Somoy TV: Website
- Somoy TV: Verified Facebook Page
- Somoy TV: ‘এশিয়া কাপে টাইগাররা যখন একের পর এক ম্যাচে হেরে সমালোচনায় জর্জরিত, ঠিক তখন দেশে ফিরে আসেন সাকিব আল হাসান।…
- Somoy TV: দেশে ফিরেই সিমেন্ট কোম্পানির সঙ্গে চুক্তি সাকিবের
- Rumor Scanner’s Own Analysis