সম্প্রতি, ফেসবুকে Prawn select 93 নামে একটি পেজ থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির লোগো ও একজন সংবাদ পাঠিকার সংবাদ পাঠের ফুটেজ সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। যেখানে Banger Casino Official নামের একটি জুয়ার অ্যাপের বিজ্ঞাপন প্রদর্শিত হয়।
ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
বাংলাদেশের মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম সময় টিভির লোগো যুক্ত করে প্রচারিত এই ভিডিওতে একজন উপস্থাপিকাকে সংবাদ পাঠ করতে দেখা যায়। সময় টিভির লোগোর পাশে স্ক্রলে লেখা রয়েছে, “ঢাকার ট্যাক্সি চালক এই নতুন অ্যাপটির জন্য মিলিয়নের মালিক হয়ে উঠেছেন!”। সংবাদ পাঠিকাকে এ সংক্রান্ত তথ্যই দিতে দেখা যায়। পরবর্তীতে, ট্যাক্সি চালক দাবিতে এক ব্যক্তির ভিন্ন দুইটি ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। এই সব ফুটেজে তাকে অ্যাপটির প্রচারণা চালাতে দেখা গেছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সময় টিভি Banger Casino Official নামর কোনো অ্যাপের বিজ্ঞাপন নিয়ে কোনো সংবাদ প্রচার করেনি বরং এনটিভির একজন সংবাদ পাঠিকার সংবাদ পাঠের ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির সহায়তায় ভিন্ন অডিও যুক্ত করে তাতে সময় টিভির লোগো ও ভিন্ন ভিন্ন কয়েকটি ফুটেজ ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওতে থাকা সংবাদ পাঠিকার ফুটেজের কিছু অংশ রিভার্স ইমেজ সার্চ করে এনটিভির ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারির মধ্যাহ্নের সংবাদের সংবাদ পাঠিকার ফুটেজের সাথে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারির এই সংবাদে অবশ্য উক্ত পাঠিকাকে আলোচিত অ্যাপ বা ট্যাক্সি চালক মিলিয়নিয়ার হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। অন্যদিকে, ভিডিওটির স্ক্রলে সময় টিভির লোগো ব্যবহার করা হলেও সময় টিভির কোনো প্লাটফর্মেই এ সংক্রান্ত কোনো তথ্য মেলেনি।
এছাড়াও ভিডিওতে ব্যবহৃত ট্যাক্সি চালক দাবি করা ব্যক্তির ফুটেজটির মূল ভিডিওটি খুঁজে পাওয়া না গেলেও ফুটেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি ঐ ব্যক্তির ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভিডিওটি এমন বানানো হয়েছে। তার মুখভঙ্গি ও অডিওর মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই।
ভিডিওটি প্রচার করা ফেসবুক পেজ সম্পর্কে যা জানা যায়
আলোচিত জুয়ার বিজ্ঞাপনটি Prawn select 93 (আর্কাইভ) নামের একটি পেজ থেকে প্রচার করা হয়েছে। পেজটি পর্যালোচনা করে দেখা যায় পেজে উল্লেখ্যযোগ্য কোনো পোস্ট নেই এবং জুয়ার ভিডিওটি বুস্ট করে প্রচার করা হচ্ছে। এছাড়াও পেজের ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে দেখা যায় পেজটি চলতি বছরের ৩০ এপ্রিল তৈরি করা হয়েছে।
মূলত, সম্প্রতি ফেসবুকে Prawn select 93 নামে একটি পেজ থেকে Banger Casino Official নামে একটি অ্যাপের বিজ্ঞাপনে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম সময় টিভির লোগো সম্বলিত একটি ভিডিও প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, এনটিভির সংবাদ পাঠিকার সংবাদ পাঠের ভিডিওর সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ভিন্ন অডিও অডিও ও সময় টিভির লোগো ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।
সুতরাং, সময় টিভি Banger Casino Official নামের জুয়ার অ্যাপের প্রচারণায় সংবাদ প্রচার করেছে শীর্ষক দাবিটি মিথ্যা এবং এ সংক্রান্ত ভিডিওটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- RTV: মধ্যাহ্নের খবর: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | NTV News | NTV News Bulletin
- Rumor Scanner’s Own Analysis