সম্প্রতি ‘দক্ষিণ এশিয়াতে বাংলাদেশেই প্রথম বাণিজ্যিক সৌর বিদ্যুৎ কেন্দ্রর নিচে সফল কৃষি উৎপাদন শুরু হলো।’ শীর্ষক শিরোনামে একটি তথ্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও তার মন্ত্রণালয়ের পেইজে প্রচারিত পোস্ট দেখুন এখানে ও এখানে। আর্কাইভ দেখুন এখানে ও এখানে।
অন্যান্য পেইজে প্রচারিত পোস্ট দেখুন এখানে ও এখানে। আর্কাইভ দেখুন এখানে ও এখানে।

গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন দেখুন ঢাকা মেইল, ঢাকা পোস্ট, বাংলা ট্রিবিউন, বাহান্ন নিউজ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, দক্ষিণ এশিয়াতে বাংলাদেশেই প্রথম বাণিজ্যিক সৌর বিদ্যুৎ কেন্দ্রর নিচে সফল কৃষি উৎপাদন শুরুর দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয় বরং বাংলাদেশের পূর্বেও দক্ষিণ এশিয়ার একাধিক দেশে উল্লিখিত উপায়ে কৃষি উৎপাদনের তথ্য পাওয়া যায়।
কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে One Earth নামের একটি ওয়েবসাইটে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি ‘A town in India is using solar panels to protect crops‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, উত্তর ভারতের সীতাপুরে ২০২১ সালে Agri Voltaics নামে একটি প্রকল্প বাস্তবায়ন করতে শুরু করে।

এরই ধারাবাহিকতায় সীতাপুরের স্থানীয় কৃষক ঋষি সিং Agri Voltaics প্রকল্পের আওতায় গম চাষ শুরু করে। এই প্রক্রিয়ায় তিনি তার খামারে বাকি মাঠের তুলনায় সৌর প্যানেলের নীচে থেকে প্রতি বর্গমিটারে গমের ফলন সাতগুণ বেশি বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, Agri Voltaics হল সৌর প্যানেল এবং কৃষি জমির সংমিশ্রণ। প্যানেলগুলো গাছগুলিকে ছায়া দেয় এবং ফলস্বরূপ, প্রস্বেদনে গাছগুলো কম পানি হারায়।

এছাড়া প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, সীতাপুর ছাড়াও ভারতের যোদপুর, ভুজ শহরেও
সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট (সিএজেআরআই) Agri Voltaics প্রকল্পটি চালু করেছে।

পরবর্তীতে অনুসন্ধানে Deshi GujaratHD নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ৩০ জানুয়ারি ‘Farm Based Solar Power Generation Pilot Project launched in Gujarat‘ শীর্ষক শিরোনামে প্রচারিত ১২ সেকেন্ডের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটিতে সৌর বিদ্যুৎ প্যানেলের নিচে কৃষি উৎপাদনের ফুটেজ খুঁজে পাওয়া যায়।

পাশাপাশি ভারতের ন্যাশনাল সোলার এনার্জি ফেডারেশনের ‘Agri Voltaics in India;Overview of operational Projects and relevant Policies‘ নামের একটি প্রতিবেদনেও ভারতে সোলার প্যানেলের নিচে ফসল উৎপাদনের একাধিক ছবি খুঁজে পাওয়া যায়।

তবে কেবল ভারতই নয়, অনুসন্ধানে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কাতেও বাংলাদেশের আগে সোলার প্যানেল বা সৌর বিদ্যুতের প্যানেলের নিচে ফসল উৎপাদনের তথ্য খুঁজে পাওয়া যায়।
শ্রীলঙ্কার বানিজ্য ভিত্তিক সংবাদপত্র Daily FT এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১১ অক্টোবর ‘First ever ground mount solar power project in SL commenced‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, বাটিকালোয়ার ভাভুনাথিভুতে একটি ১০ মেগাওয়াট গ্রাউন্ড-মাউন্ট সৌরবিদ্যুৎ কেন্দ্র যাত্রা শুরু করেছে।

ভিডিও প্রতিবেদনটি থেকে উক্ত সৌর বিদ্যুৎ কেন্দ্রে সোলার প্যানেলের নিচে ফসল উৎপাদনের বিভিন্ন ফুটেজ খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ দেখা যাচ্ছে, বাংলাদেশে সৌরবিদ্যুৎ কেন্দ্রে সোলার প্যানেলের নিচে প্রথমবারের মতো ফসল উৎপাদনের আগে থেকেই ভারত ও শ্রীলঙ্কায় উক্ত উপায়ে ফসল উৎপাদন হয়ে আসছে।
মূলত, গত ১৫ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও তার মন্ত্রণালয়ের ভ্যারিফাইড ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়ে দাবি করা হয় যে, নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির সিরাজগঞ্জ ৭.৬ মেগাওয়াট ক্ষমতার গ্রীড সংযুক্ত বিদ্যুৎ কেন্দ্রের নিচে লাগানো গাছে কুমড়া ধরেছে। এটিই দক্ষিণ এশিয়াতে বাংলাদেশেই প্রথম বাণিজ্যিক সৌর বিদ্যুৎ কেন্দ্রের নিচে সফল কৃষি উৎপাদন। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, উল্লিখিত উপায়ে ফসল উৎপাদনে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই প্রথম নয় বরং বাংলাদেশের পূর্বেও দক্ষিণ এশিয়ার একাধিক দেশে তথা ভারত ও শ্রীলঙ্কাতেও উক্ত উপায়ে ফসল উৎপাদন করা হচ্ছে।
সুতরাং, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই প্রথম সৌর বিদ্যুতের প্যানেলের নিচে ফসল উৎপাদন শুরু হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- One Earth: A town in India is using solar panels to protect crops
- Deshi GujaratHD: Farm Based Solar Power Generation Pilot Project launched in Gujarat
- NSEFI: Agri Voltaics in India;Overview of operational Projects and relevant Policies
- Daily FT: First ever ground mount solar power project in SL commenced