সম্প্রতি, “বিশ্বের দীর্ঘতম কিলিং এর রেকর্ডধারী স্নাইপার রুশ কমান্ডোর সামনে ২০ মিনিটও টিকলোনা ! 😅 স্নাইপার ওয়ালি মরে বুঝল: রুশ কমান্ডো আর নিরীহ আফগান এক নয় ! ইউক্রেনের মারিউপলে রুশ কমান্ডোদের হাতে নিহত হয়েছেন বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী স্নাইপার ওয়ালি।” শীর্ষক ক্যাপশনে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কানাডিয়ান স্নাইপার ওয়ালি রুশ বাহিনীর হাতে নিহত হননি বরং কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ওয়ালির নিহত হওয়ার দাবিটি সামাজিক মাধ্যমগুলোতে প্রচার করা হয়েছে।
গুজবের সূত্রপাত
অনুসন্ধানে দেখা যায়, গত ১৫ মার্চ একটি টেলিগ্রাম চ্যানেল হতে প্রচারিত এক বার্তায় দাবি করা হয় ইউক্রেনে রুশ বাহিনীর হাতে নিহত হয়েছেন কানাডিয়ান স্নাইপার ওয়ালি।
একই দিনে Russia Informa নামের একটি টুইটার একাউন্ট হতে প্রচারিত টুইটেও প্রায় একই দাবি করা হয় এবং পরবর্তীতে উক্ত দাবিটি বিশ্বব্যাপী ফেসবুকে ও টুইটারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
Le sniper canadien Wali surnommé “le plus grand sniper du monde ” qui avait promis éliminer 50 à 60 militaires Russes par jour, a été tué par un sniper des Forces Spéciales Russes, après 20 minutes seulement d’action sur le terrain à #Marioupol en Ukraine.#UkraineRussie #wali pic.twitter.com/xLPBHbceT8
— Songo (@Songo5E) March 16, 2022
আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়, গত ২২ মার্চ কানাডিয়ান সংবাদমাধ্যম ‘CBC’ এর সিনিয়র রিপোর্টার ‘Ashley Burkey’ তার ব্যক্তিগত ভেরিফাইড টুইটার একাউন্ট হতে স্নাইপার ওয়ালির বক্তব্য সম্পর্কিত একটি ভিডিও প্রচার করেন। ভিডিওটিতে দেখা যায়, স্নাইপার ওয়ালি বলছেন,
“I’m alive, as you can see. I’m pretty much the last person to know about my death.”(“আমি বেঁচে আছি, আপনি দেখতে পাচ্ছেন। আমিই আমার মৃত্যু সম্পর্কে জানা শেষ ব্যক্তি।”)
Former Canadian Armed Forces sniper “Wali” says he was the last to learn of his own death in Ukraine. Spoke to him this am. He returned from battling Russian forces on the frontlines in the Kyiv region & learned about a Russian disinformation campaign declaring he was killed. pic.twitter.com/XTIbgemPGT
— Ashley Burke (@AshleyBurkeCBC) March 22, 2022
পরবর্তীতে উক্ত বিষয়টি নিয়ে একই দিনে ‘CBC’ এর ইউটিউব চ্যানেল ‘CBC News: The National’ এ “Canadian sniper fighting in Ukraine is alive despite death rumours” শীর্ষক শিরোনামে একটি বিস্তারিত ভিডিও প্রতিবেদন প্রচার করা হয়।
এছাড়া, একই দিনে কানাডিয়ান আরেক সংবাদমাধ্যম, ‘Global news’ কে দেওয়া এক সাক্ষাৎকারে স্নাইপার ওয়ালি বলেন,
“I was the last person to learn the news that I was dead. I think it’s just trolling. But I think it’s strange because after a while the enemy will lose credibility with this propaganda. I don’t understand why they push such lies.” (“আমি আমার মৃত্যুর খবর সম্পর্কে জানা শেষ ব্যক্তি। আমি মনে করি এটা শুধু ট্রলিং কিন্তু অদ্ভুত, কারণ এই অপপ্রচারে শত্রুরা বিশ্বাসযোগ্যতা হারাবে। আমি বুঝতে পারছি না তারা কেন এমন মিথ্যাচার করছে।”)
তাছাড়াও, গত ২২ মার্চ মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম ‘thenationanews‘ কে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারেও কানাডিয়ান স্নাইপার ওয়ালি তার মৃত্যু দাবিতে ছড়িয়ে পড়া গুজব সম্পর্কে সকলকে অবহিত করেন।
মূলত, চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে ইউক্রেনের পক্ষ হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনের ‘ইন্টারন্যাশনাল লিজিয়ন অফ টেরিটোরিয়াল ডিফেন্স’ এ যোগ দিতে মার্চের শুরুতে ইউক্রেন যান কানাডিয়ান আলোচিত স্নাইপার ওয়ালি। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের যোগ দেওয়ার পরই কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ব্যতীত তার মৃত্যু খবর সামাজিক মাধ্যমগুলোতে প্রচারের ফলে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনি সেনাদের সাথে স্বশরীরে অংশ নেওয়ার জন্য বিদেশীদের আহবান জানিয়েছিলেন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি। সেই আহবানে সাড়া দিয়ে যেসব বিদেশি নাগরিক ইউক্রেন গিয়েছেন তাদের নিয়ে একটি আন্তর্জাতিক সৈন্য দল প্রতিষ্ঠা করেছে ইউক্রেন। সেই দলটির নাম দেয়া হয়েছে ‘ইন্টারন্যাশনাল লিজিয়ন অফ টেরিটোরিয়াল ডিফেন্স”।
উল্লেখ্য, স্নাইপার ওয়ালি কানাডার সেনাবাহিনীর প্রাক্তন একজন দক্ষ শ্যুটার। যেকোনো পরিস্থিতিতে বন্দুক চালনায় সিদ্ধহস্ত এই স্নাইপার দীর্ঘদিন ইরাক ও আফগানিস্তানে কানাডার সেনাবাহিনীর পক্ষে দায়িত্ব পালন করেছেন। ইরাক ও আফগানিস্তানে যুদ্ধক্ষেত্রে শত্রু মোকেবেলায় তার দক্ষতা বেশ আলোচিত ছিল।
অর্থাৎ, চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে গিয়ে রুশ বাহিনী কর্তৃক কানাডিয়ান স্নাইপার ওয়ালি নিহত হয়েছেন দাবিতে একটি তথ্য সামাজিক মাধ্যমগুলোতে ছড়ালেও ঐ স্নাইপার কানাডিয়ান একাধিক সংবাদমাধ্যমে ভিডিও সাক্ষাৎকারের মাধ্যমে নিশ্চিত করেছেন যে তিনি জীবিত আছেন।
সুতরাং, রুশ বাহিনীর হাতে কানাডিয়ান স্নাইপার ওয়ালি নিহত হওয়ার দাবিটি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: বিশ্বের দীর্ঘতম কিলিং এর রেকর্ডধারী স্নাইপার রুশ কমান্ডোর সামনে ২০ মিনিটও টিকলোনা ! 😅 স্নাইপার ওয়ালি মরে বুঝল: রুশ কমান্ডো আর নিরীহ আফগান এক নয় ! ইউক্রেনের মারিউপলে রুশ কমান্ডোদের হাতে নিহত হয়েছেন বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী স্নাইপার ওয়ালি
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Ashley Burke: https://twitter.com/AshleyBurkeCBC/status/1506275327911378953
- Canadian sniper fighting in Ukraine is alive despite death rumours
- Notorious Canadian sniper rumoured to have died in Ukraine is alive and well – National | Globalnews.ca
- ‘Wali’, Canada’s deadliest sniper arrives in Ukraine to help fight Russia | Marca
- Ukraine looking for foreign volunteers with military, medical experience, embassy says | CBC News
- Foreign fighters gather in Ukraine to support Volodymyr Zelenskyy’s international legion against Russia – ABC News
- Who is Wali?
- Ukraine looking for foreign volunteers with military, medical experience, embassy says | CBC News