সম্প্রতি “জাকসুতে শিবিরকে বিজয়ী ঘোষনা না করলে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় রক্তের বন্যা বইয়ে দেয়া হবে: কেন্দ্রীয় শিবির সভাপতি” শীর্ষক দাবিতে জাতীয় দৈনিক কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামকে উদ্ধৃত করে কালের কণ্ঠ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে গণমাধ্যমটির ডিজাইন নকল করে ভুয়া এই দাবি সম্বলিত ফটোকার্ডটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো রয়েছে এবং আলোচিত ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ১২ সেপ্টেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে।
এর সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণে উক্ত তারিখে (১২ সেপ্টেম্বর, ২০২৫) কিংবা সাম্প্রতিক সময়ে এ ধরনের কোনো ফটোকার্ড প্রকাশের প্রমাণ মেলেনি। তাছাড়া গণমাধ্যমটির ওয়েবসাইটেও এ সংক্রান্ত কোনো সংবাদ মেলেনি। দেশের অন্য কোনো মূলধারার গণমাধ্যমেও এরূপ দাবির সমর্থনে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
পর্যবেক্ষণে ফটোকার্ডটিতে কিছু সূক্ষ্ম অসঙ্গতি ধরা পড়ে। ফটোকার্ডটির শিরোনামে ‘ঘোষনা’ শীর্ষক শব্দের বানান ব্যবহার করা হয়েছে, যেটি ভুল। সঠিক বানান হচ্ছে ‘ঘোষণা’। তাছাড়া, ফটোকার্ডটিতে ‘জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়’ শীর্ষক নামের উল্লেখ থাকলেও বিশ্ববিদ্যালয়ের পুরো নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

সুতরাং, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামকে উদ্ধৃত করে ‘জাকসুতে শিবিরকে বিজয়ী ঘোষনা না করলে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় রক্তের বন্যা বইয়ে দেয়া হবে’ শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Kaler Kantho: Facebook Page
- Kaler Kantho: Website