দেয়ালে শিক্ষার্থীরা শেখ হাসিনার গ্রাফিতি আঁকছে দাবিতে এআই নির্মিত ছবি প্রচার 

সম্প্রতি শিক্ষার্থীরা দেয়ালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাফিতি অঙ্কন করেছে দাবিতে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শিক্ষার্থীরা শেখ হাসিনার গ্রাফিতি অঙ্কন করছে শীর্ষক দাবিতে প্রচারিত ছবিগুলো আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এই ভুয়া ছবিগুলো তৈরি করা হয়েছে। 

ছবিগুলোর বিষয়ে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এগুলোর অস্তিত্ব পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে নিয়ে এমন কোনো গ্রাফিতি অঙ্কন করা হলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।

প্রচারিত ছবিগুলোর পারিপার্শ্বিক অবস্থাতে খানিকটা অস্বাভাবিকতা রয়েছে যা সাধারণত এআই দিয়ে তৈরি ছবিতে পরিলক্ষিত হয়। একটি ছবিতে এক শিক্ষার্থীর আঙুলের গড়নে অসঙ্গতি রয়েছে।

Image Marked by Rumor Scanner 

পরবর্তীতে ছবিগুলোর সূত্র অনুসন্ধানে আলোচিত ছবিগুলো পর্যবেক্ষণের মাধ্যমে উপরে ডানপাশে একটি লোগো লক্ষ্য করে রিউমর স্ক্যানার টিম। লোগোতে ‘Joy Bangla Army’ শীর্ষক লিখা দেখতে পাওয়া যায়। 

Screenshot: Rumor Scanner 

উক্ত তথ্যের সূত্র ধরে ফেসবুকে ‘Joy Bangla Army’ নামক পেজটি খুঁজে পাওয়া যায় এবং গত ১৫ জুলাইয়ে “সময় একদিন আসবে, পুরো বাংলাদেশ জুড়ে শুধু আমাদের আপার ছবি গ্রাফিতি আকাঁ হবে” শিরোনামে প্রকাশিত পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে সংযুক্ত ছবিগুলোর সাথে আলোচিত দাবিতে থাকা ছবিগুলোর হুবহু মিল রয়েছে। 

উক্ত পেজটি পর্যবেক্ষণ করে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরিকৃত একাধিক (, , ) কন্টেন্টের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

এছাড়া বিষয়টি অধিকতর নিশ্চিতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Cantilux এ ছবিগুলো পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৬ শতাংশ। 

Screenshot: Rumor Scanner 

সুতরাং, কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবিকে শিক্ষার্থীদের শেখ হাসিনার গ্রাফিতি অঙ্কনের আসল ছবি দাবিতে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img