গত ০৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগে সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে, সম্প্রতি “আমি পদত্যাগ করিনি” শীর্ষক দাবিতে শেখ হাসিনার নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে।
ভিডিওটতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমি তো পদত্যাগ করি নাই। আমাদের কনস্টিটিউশনের ১৮/৫৭ অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমাকে সেভাবে পদত্যাগ করা হয়নি। যার ফলে আমরা বঙ্গভবনের যে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র আমি জমা দেইনি। আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেকটেড প্রাইম মিনিস্টার। অতএব আমি তো পদত্যাগ করি নাই।’
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পদত্যাগ না করা সংক্রান্ত পোস্টটি শেখ হাসিনা করেননি এবং পোস্ট করা এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টটিও শেখ হাসিনার নয় বরং, শেখ হাসিনার নামে এই এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টটি ভুয়া।
অনুসন্ধানের শুরুতে উক্ত পোস্টে থাকা ভিডিওর বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে Bayanno Tv এর ইউটিউব চ্যানেলে গত ২২ জুন “বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠকের পর বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি লাইভ খুঁজে পাওয়া যায়। উক্ত লাইভের ১ মিনিট ৩০ সেকেন্ডের পর থেকে শেখ হাসিনার অঙ্গভঙ্গি এবং ভারতের প্রধানমন্ত্রীর অঙ্গভঙ্গি ও ফুটেজের সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে।
উক্ত লাইভের ১ মিনিট ৩০ সেকেন্ডের পর থেকে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিকে দাওয়াত দিচ্ছি বাংলাদেশে আসার জন্য। অ্যাইয়ে বাংলাদেশ মে, দ্যাখিয়ে বাংলাদেশ কো, হামনে কেয়া কারাঙ্গে। আমি নরেন্দ্র মোদিজিকে দাওয়াত দিচ্ছি বাংলাদেশে আসার জন্য। আমি মনে করি তিনি যদি বাংলাদেশে ভিজিট করেন তাহলে আমাদের যে সম্পর্ক তা সুদৃঢ় হবে এবং আমাদের চলা অব্যাহত থাকবে। আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা দুইদেশ একসঙ্গে কাজ করবো এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি বাংলাদেশ ভিজিট করলে আমাদের সেই সম্পর্ক আরও সুদীর্ঘ পদ এগিয়ে যাবে। আবারও আন্তরিক ধন্যবাদ জানাই আজকে আমাদের মধ্যে একটি সুন্দর ও ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে আমরা দুইদেশের জনগণের ভাগ্য পরিবর্তে এবং দারিদ্র্য বিমোচন করতে উন্নত দেশের যা-কিছু প্রয়োজন আমরা সবকিছুর সহযোগিতা পাবো।
একই ভিডিও নরেন্দ্র মোদির ইউটিউব চ্যানেলেও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওতেও শেখ হাসিনাকে একই অঙ্গভঙ্গি করতে দেখা গেলেও আলোচিত দাবিতে থাকা বক্তব্যে দিতে দেখা যায়নি।
অর্থাৎ, আলোচিত পোস্টে থাকা ভিডিওটির সাথে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিন্ন অডিও যুক্ত করা হয়েছে।
পরবর্তীতে পদত্যাগ না করা সংক্রান্ত পোস্টকারী অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণ করে দেখা যায়, অ্যাকাউন্টটি নভেম্বর মাসেই খোলা হয়েছে।
বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। আওয়ামী লীগ থেকে রিউমর স্ক্যানারকে জানানো হয়, এটি ফেইক। শেখ হাসিনার এক্স, ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট নেই।
অর্থাৎ, শেখ হাসিনার নামে ব্যবহৃত এক্স অ্যাকাউন্টটি ভুয়া।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, পূর্বেও শেখ হাসিনার পদত্যাগপত্র দাবিতে একাধিক ভুয়া ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা নিয়ে ফ্যাক্টচেক প্রকাশ করে রিউমর স্ক্যানার। দেখুন এখানে, এখানে।
সুতরাং, পদত্যাগ না করা নিয়ে শেখ হাসিনার এক্সে পোস্ট করার দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Bayanno Tv- বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠকের পর বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী
- Narendra Modi- PM Modi and Bangladesh PM at joint press meet
- X- Account
- Rumor Scanner’s Own Analysis