সম্প্রতি, জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর ফেসবুক পেজে “দেশটা আমাদের আমরা যা বলব দেশে তাই হবে – শফিকুল ইসলাম মাসুদ, সেক্রেটারি, বাংলাদেশ জামায়েত ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণ” শীর্ষক দাবি সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন প্রতিদিনের বাংলাদেশ।
পরবর্তীতে উক্ত ফটোকার্ডটি প্রচার করে নেটিজেনদের শফিকুল ইসলাম মাসুদের সমালোচনা করতে দেখা হচ্ছে। উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দেশ নিয়ে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের মন্তব্য দাবিতে প্রচারিত ফটোকার্ডের তথ্যটি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, গত ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় শফিকুল ইসলাম মাসুদের দেওয়া বক্তব্য থেকে একটি অংশ কাট করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। মূলত তিনি বিএনপির সমালোচনা করতে গিয়ে আওয়ামী লীগ প্রসঙ্গে তারা (আওয়ামী লীগ) দেশকে নিজেদের দাবি করতো এমন উদাহরণ টেনে এই মন্তব্য করেছেন।
অনুসন্ধানে ‘Dr. Md. Shafiqul Islam Masud’’ এর ফেসবুকে অ্যাকাউন্টে গত ২৬ মার্চ ‘যারা বলছে “মৌলবাদীদের হাতে ক্ষমতা ছেড়ে দেবো না” তারা আওয়ামী লীগের ভাষায়, ভারতের ভাষায় কথা বলছে। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে মাসুদের একটি অংশের বক্তব্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত মন্তব্যের সাদৃশ্য লক্ষ্য করা যায়।
ভিডিওটি পর্যবেক্ষণ করে বিএনপির বর্তমান কার্যক্রম নিয়ে সমালোচনা করে করে শফিকুল ইসলাম মাসুদকে বলতে দেখা যায়, “মানুষ এখন এ কথা বলতে শুরু করেছে ৭১ সাল পরবর্তী মানুষের অর্থবহ স্বাধীনতা দেয়ার পরিবর্তে স্বাধীনতাটাকে ব্যক্তি, দল এবং পরিবারের কুক্ষিগত একটি সম্পত্তিতে আপনারা কেউ কেউ পরিণত করার চেষ্টা করেছিলেন। আজও আমরা লক্ষ্য করছি শ্রমিক সংগঠনের একজনের বক্তব্য শুনে তো আমি অবাক হয়েছি। আমি রাস্তারও নিরাপত্তা চাই, আমি চাঁদাবাজির ও নিরাপত্তা চাই। কি অদ্ভুত কথা! আমরা তো এটাও শুনতে পাই ৭১ পরবর্তী ওই দলটি যা করেছিল এটাই তো করেছিল। এই দেশ আমাদের এটা আমরা স্বাধীন করেছি, আমরা যা বলবো তাই হবে। বিগত ১৫ বছর আমরা তাই শুনেছি। ২০২৪ পরবর্তী আমরা একই কথা শুনতে পাচ্ছি। আমার নেতাদের গ্রেফতার করা হলে আমার অনুমতি ছাড়া থানা ঘেরাও করা হবে। আমার অনুমতি ছাড়া নেতাদের গ্রেফতার করা হলে যদি থানা ঘেরাও করা হয় তবে সে দেশে একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ নির্বাচন কিভাবে হবে?”
অর্থাৎ, শফিকুল ইসলাম মাসুদের দীর্ঘ বক্তব্য থেকে “দেশটা আমাদের আমরা যা বলব দেশে তাই হবে” শীর্ষক মন্তব্যটুকু খণ্ডিত আকারে প্রচার করা হয়েছে। মাসুদের মূল বক্তব্যটি বিশ্লেষণ করে এটি নিশ্চিত যে, তার বক্তব্যের খণ্ডিত অংশটুকু মূল বক্তব্যের প্রকৃত অর্থ বহন করেনা। কারণ তিনি এই মন্তব্যটি নিজ বা নিজের সংগঠনকে জড়িয়ে করেননি, করেছেন বিগত আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে।
গত ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানেই আওয়ামী লীগ প্রসঙ্গে শফিকুল ইসলাম মাসুদ আলোচিত মন্তব্যটি করেছেন।
সুতরাং, বিএনপির সমালোচনা করতে গিয়ে আওয়ামী লীগ প্রসঙ্গে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের একটি খণ্ডিত অংশ বিকৃতভাবে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Dr. Md. Shafiqul Islam Masud – Facebook Post
- Dr. Md. Shafiqul Islam Masud – Facebook Post