সম্প্রতি, ভূমিকম্পের একটি ভিডিও ইন্টারনেটে শেয়ার করে দাবি করা হচ্ছে, উক্ত ভূমিকম্পটি ১১.৫ মাত্রার ছিল।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে যে ভূমিকম্পের দৃশ্য দেখানো হয়েছে সেটি ১১.৫ মাত্রার ছিল না বরং ২০১৫ সালে নেপালের কাঠমান্ডুতে সংঘটিত ৭.৮ মাত্রার মাত্রার ভূমিকম্পের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতেই আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম দেখেছে, এই ভিডিওর বিষয়ে পূর্বেও আমাদের ফ্যাক্টচেক প্রকাশ করা হয়েছিল। “নেপালে সাম্প্রতিক ভূমিকম্পের দৃশ্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার” শীর্ষক শিরোনামে প্রকাশিত ফ্যাক্টচেক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এটি ২০১৫ সালের ২৫ এপ্রিল নেপালে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের দৃশ্য।
উক্ত তথ্যর সূত্র ধরে অনুসন্ধানে জাতিসংঘের ইউএন ক্রনিকল নামক ম্যাগাজিনের ওয়েবসাইটে ২০১৬ সালের মে মাসে প্রকাশিত একটি প্রতিবেদনে উক্ত ভূমিকম্পের বিষয়ে তথ্যের উল্লেখ পাওয়া যায়৷ জাতিসংঘ বলছে, ২০১৫ সালের ২৫ এপ্রিল নেপালে যে ভূমিকম্পটি আঘাত হানে সেটি ৭.৮ মাত্রার ছিল।

আরও অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনেও একই তথ্য উল্লেখ পেয়েছে রিউমর স্ক্যানার টিম৷
এছাড়া, মার্কিন সরকারের ভূতত্ত্ব জরিপকারি প্রতিষ্ঠান U.S.Geological Survey (USGS) এর ওয়েবসাইট থেকেও একই তথ্যই মিলেছে।
আমাদের অধিকতর অনুসন্ধানে, নির্ভরযোগ্য একাধিক সূত্রে আলোচিত ভিডিওতে দেখানো নেপালের ভূমিকম্পটি ৭.৮ মাত্রার বলে জানা গেলেও কতিপয় গণমাধ্যমে এই ভূমিকম্পকে ৭.৯ মাত্রার বলেও উল্লেখ পাওয়া যায়। তবে কোনো সূত্রেই এই ভূমিকম্প ১১.৫ মাত্রার বলে উল্লেখ পাওয় যায়নি।
তাছাড়া, ১১.৫ বা কাছাকাছি মাত্রার ভূমিকম্প সর্বশেষ কবে হয়েছিল এমন প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধান করেছে রিউমর স্ক্যানার টিম। ‘EARTH OBSERVATORY OF SINGAPORE ‘ নামক ওয়েবসাইটে পৃথিবীর সবচেয়ে বড় ঐতিহাসিক ভূমিকম্প বিষয়ক প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৬০ সালে চিলিতে ৯.৫ মাত্রায় একটি ভূমিকম্প হয়েছিল এবং এটাকেই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে অধিক মাত্রার ভূমিকম্প হিসেবে ধরা হয়।

মূলত, সম্প্রতি ভূমিকম্পের একটি ভিডিও ইন্টারনেটে শেয়ার করে দাবি করা হচ্ছে, উক্ত ভূমিকম্পটি ১১.৫ মাত্রার ছিল। কিন্তু রিউমর স্ক্যানার টিম অনুসন্ধানে দেখেছে, ২০১৫ সালে নেপালের এই ভূমিকম্পটি ৭.৮ মাত্রার ছিল। তাছাড়া এখন পর্যন্ত ১১.৫ বা কাছাকাছি মাত্রার সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্পটি ৯.৫ মাত্রার ছিল বলে জানা গেছে, যা ১৯৬০ সালে চিলিতে হয়েছিল।
সুতরাং, নেপালে ২০১৫ সালে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্পকে ১১.৫ মাত্রার দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে ; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- UN Chronicle : The Humanitarian Response to the 2015 Nepal Earthquake
- NASA : New System Put into Service to Process Nepal Earthquake Data
- USGS : Introduction to the special issue on the 25 April 2015 Mw 7.8 Gorkha(Nepal) earthquake
- euronews : Incredible CCTV: Moment 7.9 magnitude earthquake hits Nepal
- EARTH OBSERVATORY OF SINGAPORE : What are the biggest historical earthquakes?