সম্প্রতি “এইমাত্র! ফখরুলের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর গোপন বৈঠক বেরিয়ে এলো চাঞ্চল্যকর অনেক তথ্য” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে ।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর গোপন বৈঠকের দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি সঠিক নয় বরং ভিন্ন ভিন্ন ঘটনার একাধিক ভিডিও যুক্ত করে এটি সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে। এছাড়া ভিডিওতে স্বরাষ্ট্রমন্ত্রীর গোপন বৈঠকের কথা বলেও ভিডিওতে তার পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনকে দেখা যায়।
গোপন বৈঠকের দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটিতে থাকা বেসরকারি টেলিভিশন যমুনা টিভির লোগোর সূত্র ধরে তাদের ইউটিউব চ্যানেলে গত ৩১ অক্টোবর “দেশের ক্রান্তিকালে সাবিহ উদ্দিনের মৃত্যু অপূরণীয় ক্ষতি” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটিতে দেখা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাবিহ উদ্দিনের শুভাকাঙ্ক্ষী বন্ধুরা তার বাসায় উপস্থিত হয়েছিলেন। এদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর সালেহ আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন।
ভিডিওতে আরও দেখা যায়, তারা প্রত্যেকেই সাবিহ উদ্দিনকে নিয়ে আলাদা আলাদা স্মৃতিচারণ করেন ও নিজেদের মাঝে আলাপ-আলোচনা করেন।
অর্থাৎ এটি কোনো গোপন বৈঠক ছিল না এবং এখানে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন বলে কোনো তথ্য জানা যায় না।
যমুনা টেলিভিশনের এই নিউজটি ছাড়া গোপন বৈঠকের দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটির বাকী দুইটি ভিডিওই এই ঘটনা অর্থাৎ সাবিহ উদ্দিনের মৃত্যুর পূর্বের।
দুইটি ভিডিওয়ের একটি Bdlive.com24 নামের একটি ফেসবুক পেইজে ২৯ অক্টোবর প্রচারিত “অবশ্যই আসবে দেশে তারেক রহমান, যেদিন আসবে সারা বাংলাদেশ প্রস্তুত থাকবে গ্রহণ করার জন্য” শীর্ষক শিরোনামে খুঁজে পাওয়া যায়।
২ মিনিট ২৫ সেকেন্ডের এই ভিডিওতে জনৈক ব্যক্তিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার ব্যাপারে বক্তব্য দিতে দেখা যায়।
গোপন বৈঠকের দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটির তৃতীয় ভিডিওটি খুঁজে পাওয়া যায় বিএনপির অফিসিয়াল ফেসবুক পেইজে ৩০ অক্টোবর “ঢাকা জেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে তারেক রহমানের বক্তব্য |” শীর্ষক শিরোনামে।
এই ভিডিওতে তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা জেলা ইউনিট এর দ্বিবার্ষিক সম্মেলন ২০২২ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান।
মূলত, গত ৩১ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ বার্ধক্যজনিত জটিলতায় মারা যান। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাবিহ উদ্দিনের শুভাকাঙ্ক্ষী বন্ধুরা তার বাসায় শোক জানাতে উপস্থিত হন। এদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনও ছিলেন। তারা প্রত্যেকেই সেদিন প্রয়াত সাবিহ উদ্দিনকে নিয়ে আলাদা আলাদা স্মৃতিচারণ করেন ও নিজেদের মাঝে আলাপ-আলোচনা করেন। এই দুইজন ছাড়াও সেদিন উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর সালেহ আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তবে সাবিহ উদ্দিনের বাসায় তাদের এই উপস্থিতিকেই গোপন বৈঠকের দাবিতে আরও দুইটি ভিন্ন ভিন্ন ভিডিওয়ের সঙ্গে যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে৷
সুতরাং, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর গোপন বৈঠকের দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি সঠিক নয়; এটি সম্পূর্ণ মিথ্যা।