গত ৯ জুলাই আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি তাদের ইউটিউব চ্যানেল ‘BBC World Service’ এ ‘The Battle for Bangladesh: Fall of Sheikh Hasina – BBC World Service Documentaries’ শীর্ষক শিরোনামে একটি ডকুমেন্টারি প্রকাশ করে। উক্ত ডকুমেন্টারিতে জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকাসহ নানা তথ্য ও ঘটনা তুলে ধরা হয়। এছাড়াও, বিবিসির ওয়েবসাইটে একইদিনে ‘Ex-Bangladesh leader authorised deadly crackdown, leaked audio suggests’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। উক্ত ডকুমেন্টারিতে শেখ হাসিনার একটি অডিও বা কল রেকর্ড অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটির অথেন্টিসিটি বিবিসি যাচাই করে নিশ্চিত হয়েছে বলে উল্লেখ/দাবি করেছে। ওই রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায়— “আমি ওপেন নির্দেশনা দিয়ে দিসি। এখন লেথাল ওয়েপন (প্রাণঘাতী অস্ত্র) ব্যবহার করবে। যেখানে পাবে, সোজা গুলি করবে।”
ডকুমেন্টারিটির একদম শেষের দিকে একটি স্লাইডে শেখ হাসিনার ছবিসহ “Sheikh Hasina | Awami League Party’ লিখে দেখানো হয়, “We cannot confirm whether the tape recording referenced by the BBC is authentic, but in any case it does not demonstrate any unlawful intention on the part of Sheikh Hasina”. এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, ‘ডকুমেন্টারিতে সংযুক্ত শেখ হাসিনার কল রেকর্ডটির সত্যতা বিবিসি যাচাই করতে পারিনি বলে স্বয়ং বিবিসি ডকুমেন্টারিতে উল্লেখ করেছে।’
উল্লেখ্য, আলোচিত দাবিতে প্রচারিত কিছু পোস্টে বিবিসির উক্ত ডকুমেন্টারির বাংলা অনুবাদের ভিডিওটিতে প্রদর্শিত একই স্লাইডের বাংলা অনুবাদের স্ক্রিনশটও সংযুক্ত করা হয়েছে যেখানে লেখা রয়েছে, “বিবিসি (শেখ হাসিনার কথোপকথনের) যে টেপ রেকর্ডিংটির কথা বলেছে, সেটা আসল কি-না তা আমরা নিশ্চিত নই। তবে কোনও অবস্থাতেই উক্ত রেকর্ডিংটি শেখ হাসিনার বেআইনি কোনও উদ্দেশ্যের প্রতিফলন ঘটায় না”।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এছাড়াও, বিবিসির ডকুমেন্টারিটি প্রশ্নবিদ্ধ করে প্রকাশিত একটি প্রতিবেদন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তার এক্স অ্যাকাউন্টে শেয়ার করেন। উক্ত পোস্টটির রিপ্লাই/রিটুইটেও আলোচিত স্লাইডটি প্রচার করতে দেখা যায়। দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশনা নিয়ে শেখ হাসিনার ফাঁস হওয়া অডিওটির সত্যতা নিশ্চিত করতে না পারার বিষয়ে আলোচিত মন্তব্যটি বৃটিশ গণমাধ্যম বিবিসি নিউজ করেনি বরং, বিবিসির দাবি অনুযায়ী মন্তব্যটি বাংলাদেশ আওয়ামী লীগের একজন মুখপাত্র করেছেন। প্রকৃতপক্ষে, হাসিনার কল রেকর্ডটির বিষয়ে বিবিসি স্বতন্ত্রভাবে যাচাই করে নিশ্চিত হয়েছে বলে বিবিসি দাবি করেছে।
এ বিষয়ে অনুসন্ধানে গত ৯ জুলাইয়ে বিবিসি নিউজের ইউটিউব চ্যানেল ‘BBC World Service’ এর ‘The Battle for Bangladesh: Fall of Sheikh Hasina – BBC World Service Documentaries’ শীর্ষক শিরোনামে প্রচারিত উক্ত ডকুমেন্টারিটি পাওয়া যায়।
উক্ত ডকুমেন্টারিতে শেখ হাসিনার একটি অডিও বা কল রেকর্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায়— “আমি ওপেন নির্দেশনা দিয়ে দিসি। এখন লেথাল ওয়েপন (প্রাণঘাতী অস্ত্র) ব্যবহার করবে। যেখানে পাবে, সোজা গুলি করবে।” এবং উক্ত ডকুমেন্টারিটির একদম শেষের দিকে ৩৪ মিনিট ৪০ সেকেন্ড পরবর্তী সময়ে শেখ হাসিনার ছবিসহ “Sheikh Hasina | Awami League Party’ লিখে পরপর তিনটি স্লাইড দেখানো হয়। যার প্রথম স্লাইডে “An Awami League spokesperson told us…” দিয়ে শুরু করে একটি বক্তব্য দেখানো হয় যেখানে বলা হয়, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সহ দলের কিছু সিনিয়র নেতা ব্যক্তিগতভাবে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের জন্য দায়ী ছিলেন বা নির্দেশনা দিয়েছিলেন কিংবা আটককৃতদের ওপর নিপীড়নে জড়িত ছিলেন বা বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন, এমন দাবি আওয়ামী লীগ অত্যন্ত স্পষ্টভাষায় অস্বীকার এবং প্রত্যাখ্যান করছে।” (অনূদিত)

প্রথম স্লাইডের পর পরবর্তী দুই স্লাইডে ‘An Awami League spokesperson’ আর উল্লেখ করা হয়নি তবে প্রথম স্লাইডের মতোই শেখ হাসিনার ছবিসহ “Sheikh Hasina | Awami League Party’ লিখাটি বিদ্যমান ছিল যা বোঝায় পরবর্তী স্লাইডের বক্তব্যও আগের স্লাইডে বলা শেখ হাসিনার পক্ষের আওয়ামী লীগের মুখপাত্রের বক্তব্য। কার বক্তব্য তা বুঝাতে এমন পদ্ধতি ডকুমেন্টারিটিতে এর আগে বাংলাদেশ পুলিশের বক্তব্য বুঝাতেও ব্যবহৃত হতে দেখা যায়। আওয়ামী লীগের উক্ত মুখপাত্রের বক্তব্যের তৃতীয় স্লাইডে আলোচিত দাবিতে প্রচারিত স্লাইডটি দেখানো হয় যেখানে লেখা আছে “We cannot confirm whether the tape recording referenced by the BBC is authentic, but in any case it does not demonstrate any unlawful intention on the part of Sheikh Hasina”.

এছাড়াও, ‘Ex-Bangladesh leader authorised deadly crackdown, leaked audio suggests’ শীর্ষক শিরোনামে এ বিষয়ে বিবিসির ওয়েবসাইটে ৯ জুলাইয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের এক পর্যায়ে বলা হয়, “An Awami League spokesperson said: “We cannot confirm whether the tape recording referenced by the BBC is authentic.”” এ থেকে আরো পরিষ্কারভাবে নিশ্চিত হওয়া যায় যে, উক্ত টেপ রেকর্ডিংটির সত্যতা নিশ্চিত করতে না পারার বক্তব্যটি আওয়ামী লীগের মুখপাত্রের। একই প্রতিবেদনে এও বলা হয় যে, বিবিসি স্বতন্ত্রভাবে শেখ হাসিনার উক্ত কল রেকর্ডটি যাচাই করেছে এবং তারা কোনো প্রমাণ পাননি যে শেখ হাসিনার কল রেকর্ডটি সম্পাদিত বা বিকৃত করা হয়েছে, এবং তাদের মতে এটি কৃত্রিমভাবে (সিনথেটিকভাবে) তৈরি হওয়ার সম্ভাবনাও অত্যন্ত কম। তারা আরও জানান, ফাঁস হওয়া রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে নেওয়া হয়েছে যেখানে ফোন কলটি স্পিকারে চালানো হচ্ছিল, কারণ এতে স্পষ্ট টেলিফোনিক ফ্রিকোয়েন্সি ও পেছনের শব্দ শোনা যায়। অর্থাৎ, বিবিসি উক্ত কল রেকর্ডটি শেখ হাসিনারই তা নিশ্চিত হয়েছে

এছাড়াও, “বিবিসির অনুসন্ধান: ৫ই অগাস্টের যাত্রাবাড়ী, শেখ হাসিনার ফোনরেকর্ড” শীর্ষক শিরোনামে বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে গত ৯ জুলাইয়ে বিবিসি উক্ত ডকুমেন্টারি বাংলা অনুবাদে প্রচার করে। উক্ত ডকুমেন্টারির ৩৪ মিনিট ৫৮ সেকেন্ড পরবর্তী সময়ে আলোচিত স্লাইডটি বাংলা অনুবাদেও পাওয়া যায় যেখানে বলা হয়, “বিবিসি (শেখ হাসিনার কথোপকথনের) যে টেপ রেকর্ডিংটির কথা বলেছে, সেটা আসল কি-না তা আমরা নিশ্চিত নই। তবে কোনও অবস্থাতেই উক্ত রেকর্ডিংটি শেখ হাসিনার বেআইনি কোনও উদ্দেশ্যের প্রতিফলন ঘটায় না”। উক্ত স্লাইডটির ওপরের অংশ পর্যবেক্ষণ করলে দেখা যায় তাতে স্পষ্টভাবে লেখা রয়েছে, “বাংলাদেশ আওয়ামী লীগের বক্তব্য”। যা আরো স্পষ্টভাবে বলে যে উক্ত বক্তব্যটি বিবিসির নয় বরং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়েছে।
সুতরাং, শেখ হাসিনার ফাঁস হওয়া অডিওটির সত্যতা নিশ্চিত করতে না পারার বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের একজন মুখপাত্রের করা মন্তব্যকে বিবিসির করা মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।