সম্প্রতি, ইসরায়েলের পতাকা নামিয়ে সেখানে ফিলিস্তিনের পতাকা লাগিয়ে আযান দেওয়ার একটি ভিডিও ইন্টারনেটে প্রচারিত হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমনকিছু ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত এমনকিছু ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইসরায়েলের পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের পর আযান দেওয়ার ভিডিওটি বাস্তব নয় বরং এটি “Fist of the Free” নামের একটি সিরিজের দৃশ্য।
অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে, Maxammed Boodmakaay নামের একটি ফেসবুকে অ্যাকাউন্টে “If you are happy with Allahuakabar, write it” (অনূদিত) শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও খুঁজে (আর্কাইভ) পাওয়া যায়।
২ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটির সাথে আলোচ্য ভিডিওটির হুবহু মিল রয়েছে। এছাড়া ভিডিওটিতে টিকটক ইউজারনেম ‘@palestiniandrama’ লক্ষ্য করা যায়।

উক্ত টিকটক ইউজার নেমের সূত্র ধরে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। উক্ত ইউজারনেম সার্চ করে খুঁজে পাওয়া যায় ‘Palestinian Drama’ নামের একটি টিকটক অ্যাকাউন্ট। তবে, উল্লিখিত টিকটক অ্যাকাউন্টে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে উক্ত টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম গুগলে সার্চ করে বেশ কিছু ভিডিওর প্রিভিউ লক্ষ্য করা যায় এবং প্রিভিউ গুলোয় ঢুকলে একটি ভিডিও রিমুভ অবস্থায় পাওয়া যায়।
রিমুভ হওয়া ভিডিওটির গুগল ক্যাশে অনুসন্ধান করলে মূল ভিডিওটি (আর্কাইভ) পাওয়া যায়।
ভিডিওটির আরবি ভাষার ক্যাপশন অনুবাদ করে জানা যাচ্ছে, ভিডিওটি “Fist of the Free” নামের একটি সিরিজের দৃশ্য।

সেই সূত্র ধরে অনুসন্ধানের মাধ্যমে লেবানিজ টেলিভিশন চ্যানেল ‘Al-Manar’ এর ওয়েবসাইটে “Fist of the Free” সিরিজের ৩০ টি পর্ব খুঁজে পাওয়া যায়।
পর্বগুলো পর্ববেক্ষণ করে ৩০তম পর্বের ৫০ মিনিট থেকে দেখানো দৃশ্যের সাথে ফেসবুকে ছড়িয়ে পড়া আলোচিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, কাতার ভিত্তিক গণমাধ্যম Al Jazeera এর ওয়েবসাইটে ২০২২ সালের ০২ অক্টোবর “drama… “Fist of the Free” is a Ramadan series that simulates the stories of Gaza’s steadfastness” (অনূদিত) শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, “ফিস্ট অফ দ্য ফ্রি” নামক সিরিজটি গাজা ভূখণ্ডের সত্য ঘটনা অনুকরণ করে তৈরি করা হয়েছে। সিরিজটি হামাস দ্বারা প্রযোজিত।
মূলত, গত ০৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে হামলা করলে ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাত নতুন মাত্রা পায়। এই প্রেক্ষাপটে ইসরায়েলের পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের পর আযান দেওয়ার একটি ভিডিও বাস্তব দাবিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার অনুসন্ধানে দেখা যায়, আলোচ্য ভিডিওটি “Fist of the Free” নামের একটি সিরিজের দৃশ্য।
উল্লেখ্য, গত ০৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে হামলা করলে ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাত নতুন মাত্রা পায়। চলমান এই সংঘাত ইস্যুতে একাধিক ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ইতোমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার৷
সুতরাং,”ফিস্ট অফ দ্য ফ্রি” নামের একটি সিরিজে ইসরায়েলের পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের পর আযান দেওয়ার দৃশ্যকে বাস্তব দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Maxammed Boodmakaay Facebook Post
- palestiniandrama- Tik Tok Post
- Fist Of The Free Series All Episodes
- 30th Episode of Fist Of The Free Series
- Rumor Scanner’s own investigation