সম্প্রতি “অভিনন্দন প্রিয় বিকাশ গ্রাহক! আপনি দীর্ঘদিন বিকাশের সাথে থাকার জন্য ১২ হাজার টাকা বোনাস পেয়েছেন।” শীর্ষক দাবিতে একটি লিঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে বিকাশ ব্যবহারকারীদের ১২০০০ টাকা দেওয়ার কোনো ঘোষণা বিকাশের পক্ষ থেকে দেওয়া হয়নি বরং, ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে এই প্রলোভন দেখানো হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত পোস্টগুলোতে থাকা ওয়েবসাইট লিংকে প্রবেশ করলে উপরে বিকাশের লোগো এবং “অভিনন্দন প্রিয় বিকাশ গ্রাহক! আপনি দীর্ঘদিন বিকাশের সাথে থাকার জন্য ১২ হাজার টাকা বোনাস পেয়েছেন।” শীর্ষক একটি লেখা দেখতে পাওয়া যায়।

এর নিচে ‘উত্তোলন (Withdraw)’ এবং ‘সেন্ড মানি (Send Money)’ নামে দুইটি অপশন দেখা যায়৷ এছাড়াও এর নিচে রিচার্জ, পেমেন্ট, ক্যাশ আউট, হিস্টোরি এবং সেটিংস নামক অপশন দেখা যায় তবে এগুলোতে কোনো এক্টিভ লিঙ্ক না থাকায় এগুলোতে ক্লিক করলেও কোথাও রিডিরেক্ট করে না৷ তবে প্রথম দুইটি অপশন তথা ‘উত্তোলন (Withdraw)’ এবং ‘সেন্ড মানি (Send Money)’তে ক্লিক করলে এগুলো আরেকটি লিঙ্কে নিয়ে যায়।

উক্ত লিঙ্কে উত্তোলন ফর্ম নামে একটি ফর্ম প্রদর্শিত হয় এবং বলা হয় “বোনাসের টাকা উত্তোলন করতে নিচের তথ্যগুলি প্রদান করুন”। ফর্মটিতে নিজের নাম, বয়স, নিজের বিকাশ নম্বরটি চালু আছে কি না জেলা, এই মূহুর্তে (ফর্ম পূরণ করার মুহূর্তে) বিকাশ অ্যাকাউন্টে কত টাকা আছে এসব তথ্য জানতে চাওয়া হয়।

রিউমর স্ক্যানার টিমের একজন অনুসন্ধানকারী নিরাপত্তাজনিত কারণে ভুল তথ্য দিয়ে উক্ত ফর্ম পূরণ করে জমা দিলে এটি আরেকটি নতুন পেজে নিয়ে যায়। উক্ত নতুন পেজটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে রিউমর স্ক্যানার টিম। নতুন পেজের ইন্টারফেসটি হুবহু বিকাশে পেমেন্ট করার ইন্টারফেসের মতো। তাছাড়া, দাবি অনুসারে রিউমর স্ক্যানারের অনুসন্ধানকারীর ১২০০০ টাকা পাওয়ার কথা থাকলেও নতুন ইন্টারফেসটি হচ্ছে কাউকে টাকা পেমেন্ট করার ইন্টারফেস। অধিকন্তু, এখানে পেমেন্ট গেটওয়ের জায়গায় বিকাশ কর্তৃপক্ষের কোনো কিছুর বদলে “sagor enterprise” নামটি দেখা যায়৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পূর্ববর্তী ফর্মে নিজের বিকাশ অ্যাকাউন্টে আছে হিসেবে উল্লেখ করা ২৪০০ টাকাই এখানে পেমেন্টের পরিমাণ। এরপর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হয়।
এ পর্যায়ে রিউমর স্ক্যানারের অনুসন্ধানকারী বিকাশহীন একটি ফোন নাম্বার দিলে “The input wallet is not eligible” লেখাটি প্রদর্শন করে, যা প্রমাণ করে এটি বিকাশের আসল পেমেন্ট পেজেই নিয়ে এসেছে৷ তাছাড়া এ বিষয়ে বিকাশের ডোমেইন নাম দেখেও নিশ্চিত হওয়া যায়৷

তবে, উক্ত একই ফর্ম বেশ কিছুক্ষণ পর পুনরায় পূরণ করলে এবার পেমেন্ট গেটওয়ের জায়গায় “BABU ENTERPRISE” নামে ভিন্ন আরেকটি নাম দেখা যায়। তবে আগের বারের মতো এবারও বিকাশ অ্যাকাউন্টে সর্বমোট উল্লেখ করা টাকার পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে পেমেন্টের পরিমাণে চলে আসে।

তারপর সঠিক বিকাশ নাম্বার দিলে ওটিপি চাওয়া হয়। সঠিক ওটিপি দিলে পরবর্তীতে পাসওয়ার্ড চাওয়া হয়৷ অর্থাৎ, বিকাশ নাম্বার, ওটিপি এবং পাসওয়ার্ড ঠিকভাবে বসালে অ্যাকাউন্টে থাকা তথা ফর্মে উল্লেখ করা টাকা প্রতারকের অ্যাকাউন্টে চলে যাবে। কিন্তু, নিরাপত্তার কথা মাথায় রেখে রিউমর স্ক্যানারের অনুসন্ধানকারী সঠিক পাসওয়ার্ড দিয়ে সর্বশেষ ধাপটি সম্পন্ন করেন নি।
পরবর্তী অনুসন্ধানে, দীর্ঘদিন ধরে বিকাশ ব্যবহারকারীদের ১২০০০ টাকা বোনাস দেওয়ার কোনো ঘোষণা বিকাশের পক্ষ থেকে দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে অনুসন্ধান করতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করলে বিকাশের ওয়েবসাইট, ফেসবুক পেজ, গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, দীর্ঘদিন ধরে বিকাশ ব্যবহারকারীদের ১২০০০ টাকা বোনাস বিকাশের তরফ থেকে দেওয়া হচ্ছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- BKash – Website
- Bkash – Facebook Page
- Rumor Scanner’s analysis