আর্থিক প্রতারণার ভিডিওতে এএফআর টেকনোলজির ফুটেজ ব্যবহার

গত ৯ মে তারিখে Himel Media নামের একটি ফেসবুক পেজে “সম্পূর্ন ভিডিও দেখে নির্দেশনা মেনে কাজ করুন।” শিরোনামে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটির প্রথম অংশে টেকনোলজি ও আয় বিষয়ক কনটেন্ট ক্রিয়েটিং প্লাটফর্ম এএফআর টেকনোলজির ফুটেজ ব্যবহার করে সিসিকেটুয়েন্টি নামের একটি ওয়েবসাইটের প্রচারণা চালানো হয়। দাবি করা হয়, উক্ত ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখে টাকা আয় করা সম্ভব। 

এএফআর

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)। 

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি ভিডিওটি ২৯ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে। ৩০ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এএফআর টেকনোলজি থেকে সিসিকেটুয়েন্টি নামের সাইট নিয়ে কোনো ভিডিও প্রকাশ করা হয়নি বরং, প্লাটফর্মটির ভিন্ন বিষয়ের একটি ভিডিও ফুটেজ কেটে আর্থিক প্রতারণার উদ্দেশ্যে উক্ত সাইটটির প্রচারণা চালানো হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটি পর্যবেক্ষণ করে এর প্রথম অংশে টেকনোলজি ও অনলাইনে আয় করার টিপস বিষয়ক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এএফআর টেকনোলজির কন্টেন্ট ক্রিয়েটর শামীম পারভেজ হিমেলের ভয়েসের সাথে পরবর্তী অংশে সিসিকেটুয়েন্টি সাইটকে প্রমোট করা ব্যক্তির ভয়েসের পার্থক্য লক্ষ্য করা যায়, যা প্রাথমিকভাবে নিশ্চিত করে দুজন আলাদা ব্যক্তি। 

তাছাড়া, এএফআর টেকনোলজির অন্যান্য ভিডিও পর্যবেক্ষণ করে জানা যায়, তাদের পুরো ভিডিওতে এএফআর টেকনোলজির কন্টেন্ট ক্রিয়েটর শামীম পারভেজ হিমেলেরই ভয়েস থাকে।

পরবর্তী ধাপে ভিডিওটির প্রথম অংশে ব্যবহৃত এএফআর টেকনোলজির ভিডিও ফুটেজটির উৎসের অনুসন্ধানে এএফআর টেকনোলজির ইউটিউব চ্যানেলে গত ১২ জানুয়ারী তারিখে পোস্ট করা “ড্রপশিপিং করে অনলাইন থেকে টাকা ইনকাম | Dropshipping in Bangladesh” শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির প্রথম অংশের সাথে দাবিকৃত ভিডিওটির প্রথম অংশের মিল খুঁজে পাওয়া যায়। 

Comparison : Rumor Scanner

কিন্তু, এএফআর টেকনোলজির উক্ত ভিডিওটিতে Selfshop Reseller অ্যাপ ব্যবহার করে ড্রপশিপিং বা পণ্য বিক্রির মাধ্যমে আয় করার কথা বলা হলেও, দাবিকৃত ভিডিওটিতে সিসিকেটুয়েন্টি নামে একটি ওয়েবসাইট প্রমোট করা হয়৷ 

দাবি অনুসারে, ওয়েবসাইটটিতে বিজ্ঞাপন দেখে টাকা আয় করা যায়। তবে, দাবিকৃত ভিডিওটির সিসিকেটুয়েন্টি ওয়েবসাইট ব্যবহার করে টাকা আয় করতে হলে এখানে প্রথমেই টাকা ডিপোজিট করতে হয়। 

গত ১৪ মে AFR Technology তাদের ফেসবুক পেজে একটি পোস্ট করে জানায়, উক্ত পেজ (Himel Media) এএফআর টেকনোলজির নয়। একইসাথে, পেজটিকে ভুয়া দাবি করে উক্ত ভিডিও দেখে ওয়েবসাইটটিতে টাকা ডিপোজিট না করার আহ্বান জানানো হয়। 

মূলত, আয় ও প্রযুক্তি বিষয়ক কন্টেন্ট ক্রিয়েশন প্লাটফর্ম এএফআর টেকনোলজির একটি ভিন্ন ভিডিওর ফুটেজ সম্পাদনার মাধ্যমে ব্যবহার করে সিসিকেটুয়েন্টি নামে একটি ওয়েবসাইটের প্রচারণা চালানোর ভিডিও ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তবে রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, এএফআর টেকনোলজির পক্ষ থেকে উক্ত ওয়েবসাইটটি নিয়ে কোনো প্রচারণা চালানো হয়নি।  

সুতরাং, এএফআর টেকনোলজি নামে একটি কনটেন্ট প্লাটফর্মের ফুটেজ ব্যবহার করে বিজ্ঞাপন দেখে আয় করার দাবিতে প্রচারিত ভিডিওটি প্রতারণামূলক।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img