অসুস্থ শিশুর ছবি সংযুক্ত করে আর্থিক সাহায্য চাওয়ার দাবিটি মিথ্যা

সম্প্রতি “ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি। সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন” শীর্ষক শিরোনামে এক অসুস্থ শিশুর ছবি সম্বলিত একটি মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে,এখানে,এখানে, এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ দেখুন এখানে,এখানে,এখানে,এখানে, এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি বাংলাদেশের কোনো অসুস্থ শিশুর নয় বরং ছবিটি ভিয়েতনামের একটি প্রমাণিত চ্যারিটি জালিয়াতির ঘটনায় ব্যবহৃত হয়েছে।

রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে, ভিয়েতনামের একটি গণমাধ্যম Nghe An এর ওয়েবসাইটে  ২০২১ সালের ১৭ ডিসেম্বর “সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যিনি তথ্য জালিয়াতি করেছিলেন, দাতব্যের জন্য আহ্বান করেছেন এবং ১৬০০ ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন (অনুবাদিত)” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবি খুঁজে পাওয়া যায়। 

Screenshot Nghe An website

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, যিনি এই জালিয়াতিটি করেছেন তার নাম ফান ভ্যান তাই।  তিনি অনেকগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে দাতব্য সংস্থা এবং বিভিন্ন গ্রুপ গুলোতে সাহায্যের আহ্বান জানিয়ে মিথ্যা তথ্য পোস্ট করতেন।  

এছাড়াও VTV.vn নামক অন্য একটি ভিয়েতনামি সংবাদ মাধ্যমে ২০২১ সালের ১৮ ডিসেম্বরে “দাতব্যের জন্য আহ্বান করার উদ্দেশ্যে ভার্চুয়াল নিক ব্যবহার করে, 1,600 জনেরও বেশি লোকের কাছ থেকে অর্থ প্রতারণা করা হয় (অনুবাদিত)” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় Bac Giang প্রদেশের একটি শিশুর তার জন্মদাতা পিতার দ্বারা গুরুতরভাবে আহত হয়েছিল। এবং এই আহত শিশুটিকে সাহায্যের জন্যই দাতব্যের আহ্বান হরা হয়েছিল। সাইবার সিকিউরিটি বিভাগের সহযোগিতায় থাই হোয়া টাউন পুলিশ এবং হাই-টেক ক্রাইম প্রতিরোধ Nghe An প্রাদেশিক পুলিশ, এই সম্পূর্ণ ঘটনাকে অনুসন্ধান করে নির্ধারণ করেছে যে এটির কোনো সত্যতা নেই। এর ভিত্তিতেই ফান ভ্যান তাইকে ২০২১ সালে গ্রেফতার করা হয়েছে। ফান ভ্যান তাই ২২৫ মিলিয়ন ভিয়েতনামি ডং(Dong) জালিয়াতি করেছিলেন। 

মূলত, আর্থিক প্রতারণার উদ্দেশ্যে ভিয়েতনামে ফান ভ্যান তাই নামক এক ব্যক্তি ২০২১ সালে  আলোচিত অসুস্থ শিশুর ছবিটি নিয়ে চ্যারিটি সংক্রান্ত আর্থিক জালিয়াতির ঘটনা ঘটিয়েছিলো। ভিয়েতনামে আর্থিক প্রতারণার উদ্দেশ্যে ব্যবহৃত সেই ছবিটিকেই বর্তমানে বাংলাদেশের একটি অসুস্থ শিশুর ছবি দাবি করে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন ফেসবুকে প্রচার করা হচ্ছে। তাছাড়া উক্ত শিশুটির আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টগুলোতে উল্লিখিত নাম্বারে (01717808224) একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, ইতোপূর্বেও প্রতারণার উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন নাম এবং নাম্বার ব্যবহার করে আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টগুলোকে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।

সুতরাং, ভিয়েতনামে ২০২১ সালে চ্যারিটি কেলেঙ্কারির ঘটনায় ব্যবহৃত এক শিশুর ছবিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রোগাক্রান্ত শিশু দাবিতে আর্থিক সহায়তার আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

VTV.vn: Using virtual nick to call for charity, cheat money from more than 1,600 people

LAODONG:  Create a virtual Facebook to fabricate charity information, scam more than 1,600 people

Nghe An : Arrest the person who fabricated information, called for charity, and scammed money from 1,600 victims

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img