সম্প্রতি “আপনার সাহায্যে বাঁচতে পারে দরিদ্র, নিরুপায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু তন্নী এর জীবন। তার জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন। দিন যতই যাচ্ছে শিশুর অবস্থা ততই খারাপের দিকে যাচ্ছে। জরুরি ভিত্তিতে তার উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা” শীর্ষক শিরোনামে এক শিশুর কয়েকটি ছবি সংযুক্ত করে একটি মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে । আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তন্নী নামে প্রচারিত ছবিগুলো কোনো বাংলাদেশি শিশুর নয় বরং এগুলো নাগামনি নামের ভারতীয় এক শিশুর ছবি।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, “My Baby Battles For His Life And We Need Your Support To Save Him” শীর্ষক শিরোনামে ভারতের গণ-অর্থায়ন প্লাটফর্ম ‘Ketto’ এর ওয়েবসাইটে প্রকাশিত মূল ছবিগুলো খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি, ‘Ketto’ এর অফিশিয়াল ফেসবুক পেজে ২০২১ সালের ১ জানুয়ারি ও টুইটার একাউন্ট ২০২০ সালের ২০ ডিসেম্বরে শিশুটির জন্য ফান্ডরাইজিং নিয়ে প্রকাশিত পোস্টে একই ছবিগুলো খুঁজে পাওয়া যায়।
𝐇𝐲𝐝𝐞𝐫𝐚𝐛𝐚𝐝: “My baby battling death due to complications of premature birth. I took loans from everyone in our village, but it is not enough to pay for my newborn baby’s life-saving treatment. I feel like a failure.”
Please help: https://t.co/1bRGkZcQUL pic.twitter.com/QqsBAg6j0z
— Ketto (@ketto) December 20, 2020
মূলত, ছবিগুলো নাগামনি নামের ভারতীয় এক শিশুর। শিশুটি ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে হায়দ্রাবাদের “Suraksha Women & Children Hospital” এ চিকিৎসাধীন ছিল। ফান্ডরাইজিং ঐ ওয়েবসাইটের প্রতিবেদন থেকে জানা যায়, আক্রান্ত শিশুটির চিকিৎসার জন্য ২৫ লাখ ইন্ডিয়ান রুপির প্রয়োজন ছিল এবং তার চিকিৎসার জন্য ফান্ডরাইজিং কার্যক্রম ২০২১ সালের ২৪ জানুয়ারিতেই শেষ হয়েছে।
এছাড়া, সাম্প্রতিক সময়ে তন্নী নামে আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টগুলোয় উল্লিখিত ব্যক্তিগত বিকাশ ও নগদ নাম্বার যথাক্রমে (০১৮৬৪-০৫১৭১০ ও ০১৮৬৪০৫১৭১০) এ একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিগত কয়েকমাস যাবত শুধুমাত্র নাম ও ছবি পরিবর্তন করে ভিন্ন ভিন্ন শিরোনামে আর্থিক সহায়তার নামে প্রতারণা মূলক তথ্য প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, রিউমর স্ক্যানার টিম পূর্বেও বিভিন্ন নাম ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টগুলোকে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
সুতরাং, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় শিশু নাগামনিকে বাংলাদেশের রোগাক্রান্ত শিশু তন্নী দাবি করে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: নিরুপায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু তন্নী এর জীবন
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]