সম্প্রতি, ‘১৪ই এপ্রিল বাংলা নতুন বছর উপলক্ষে দেশের সকল নাগরিকদের জন্য ১৪০০ টাকা নববর্ষ ভাতা’ শীর্ষক একটি দাবি সামাজিক মাধ্যমে ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১৪ই এপ্রিল বাংলা নতুন বছর উপলক্ষে দেশের সকল নাগরিকদের জন্য ১৪০০ টাকা নববর্ষ ভাতা দেওয়ার কোনো ঘোষণা দেওয়া হয়নি বরং, ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে ভাতা প্রদানের এই প্রলোভন দেখানো হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত লিঙ্কটি পর্যবেক্ষণ করলে, উক্ত ওয়েবসাইটে প্রবেশের শুরুতে পেজের ভেতরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি ও “১৪ই এপ্রিল বাংলা নতুন বছর উপলক্ষে বিশেষ ভাতা ও দেশের সকল নাগরিকদের জন্য ১৪০০ টাকা নববর্ষ ভাতা” শীর্ষক ঘোষণাটি দেখা যায়।
পরবর্তীতে একটু নিচে স্ক্রল করলেই ভাতা আবেদনের নিয়মাবলো ও টাকা পাওয়ার জন্য একটি ফর্ম পূরণ করে জমা দিতে বলা হয়। ফর্মটিতে আবেদনকারীর কাছে নাম ও জেলার তথ্য জানতে চাওয়া হয়।

রিউমর স্ক্যানার টিমের একজন অনুসন্ধানকারী নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ভুল তথ্য দিয়ে উক্ত ফর্ম পূরণ করে জমা দিলে এটি আরেকটি নতুন পেজে নিয়ে যায়।

নতুন পেজের শুরুতেই লেখা থাকে “অভিনন্দন, প্রিয় গ্রাহক! আপনি টাকা বোনাস পেয়েছেন। আপনি যে বিকাশে বোনাসের টাকা নিতে চান, নিচে সেই বিকাশ নম্বর এবং অন্যান্য তথ্য দিন।’’
তদন্তের অংশ হিসেবে একটি ভুয়া নম্বর ও পিন ব্যবহার করে পরবর্তী ধাপে গেলে, এটি ‘Ripon Enterprise’ নামে একটি বিকাশ মার্চেন্ট পেমেন্ট গেটওয়েতে নিয়ে যায়।
অর্থাৎ, এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত পিন নম্বর সংগ্রহ করা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাৎ করার চেষ্টা করা হচ্ছে।
বাংলা নববর্ষ উপলক্ষে ১৪০০ টাকা ভাতা দেওয়ার কোনো ঘোষণা ড. মুহাম্মদ ইউনূস এর পক্ষ থেকে দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে অনুসন্ধানে Chief Adviser GOB ফেসবুক পেজ, গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, ১৪ই এপ্রিল বাংলা নতুন বছর উপলক্ষে দেশের সকল নাগরিকদের জন্য ১৪০০ টাকা নববর্ষ ভাতা দেওয়া হচ্ছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Facebook – Chief Adviser GOB