সৌদিতে কবরে মানুষখেকো প্রাণী দাবিতে ভাইরাল ভিডিওটি সম্পাদিত

সম্প্রতি “এই প্রানীটা নাকি সৌদি আরবের কবরস্থানে বাস করে। এটা নাকি মানুষের কবরের ভেতরে ঢুকে লাশ খাই। লাশ খাওয়া অবস্থায় যদি কেউ কবরের আশেপাশে আসে তবে এই প্রাণীটা তা টের পাই। এবং টের পেয়ে সে মানুষের মতো চিৎকার করতে থাকে যাতে ভয়ে কবরের আশেপাশে কেউ না আসে” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সৌদির কবরে মানুষখেকো প্রাণীটি দাবিতে ভাইরাল ভিডিওটি বাস্তব নয় এবং ভিডিওতে থাকা প্রাণীটি মানুষখেকো নয়। বরং এটি এক বিশেষ প্রজাতির কচ্ছপ। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সাউন্ড ইফেক্ট ব্যবহার করে ‘মানুষের কান্নার’ শব্দ যোগ করে উক্ত ভিডিওটি সম্পাদনা করা হয়েছে।

কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, Erin&Mike নামের একটি টিকটক একাউন্টে ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি ‘Let Me Die!!!’ শীর্ষক শিরোনামে প্রচারিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটির নিচের ডেসক্রিপশনে (বর্ণনা)  ‘Scream, Man- Authentic Sound Effects’ শীর্ষক একটি বাক্য পরিলক্ষিত হয়।

উক্ত বাক্যটির সূত্র ধরে অনুসন্ধানে জানা যায়, ‘Scream, Man’ হচ্ছে একটি সাউন্ড ইফেক্ট যা ব্যবহার করে ইতিপূর্বে অনেক টিকটক TikTok-এ ভিডিও তৈরি করা হয়েছে।

আলোচিত ভিডিওতে প্রাণীটি দৈহিক গঠন অনেকটা ‘কচ্ছপ’ এর মতো এবং ভিডিওতে উক্ত প্রাণীটিকে ‘অ্যালিগেটর’ বলে উল্লেখ করা হয়েছে। উক্ত শব্দদ্বয়ের সূত্র ধরে কী ওয়ার্ড সার্চের মাধ্যমে ওই প্রাণীটির অনুরুপ বেশ কিছু প্রাণীর ছবি পাওয়া যায় যেগুলোকে বলা হচ্ছে ‘অ্যালিগেটর স্ন্যাপিং টার্টল’।

পরবর্তীতে উক্ত শব্দটি গুগলে সার্চ করে জানা যায়,  প্রাণীটি একটি বিশেষ প্রজাতির কচ্ছপ। এটি মূলত আমেরিকার ফ্লোরিডা, টেক্সাস এবং উত্তর আমেরিকার বিভিন্ন অংশে দেখা যায়। এই প্রজাতির কচ্ছপ মানুষের কোনো ক্ষতি করে না।

মূলত, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সামাজিক মাধ্যম টিকটকে ২০১৯ সালে ‘Scream, Man’ নামক সাউন্ড ইফেক্ট ব্যবহার করে ‘মানুষের কান্নার’ শব্দ যোগ করে আলোচিত ভিডিওটি সম্পাদনা করা হয়েছে। বর্তমানে উক্ত ভিডিওটি সৌদির কবরে মানুষখেকো প্রাণীর দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

উল্লেখ্য, এই ভিডিওটি বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশে একই দাবিতে পূর্বে বিভিন্ন সময়ে প্রচারিত হয়েছে। উক্ত ভিডিওকে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান Altnews , FactlyFrance24 ভুয়া দাবি করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

সুতরাং, সৌদি আরবের কবরে মৃত মানুষখেকো প্রাণীর দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়। এটি একটি একটি সম্পাদিত ভিডিও এবং ভিডিওতে দৃশ্যমান প্রাণীটি মানুষ খেকো নয়।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img