সাঈদীর মৃত্যুতে সৌদি যুবরাজ সালমান শোক প্রকাশ করেননি

সম্প্রতি, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান শোক প্রকাশ করেছেন শীর্ষক একটি দাবি ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শোক প্রকাশ করেননি বরং নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদ এর অফিশিয়াল ওয়েবসাইট ক্রাউন প্রিন্স কোর্ট, রিয়াদে বাংলাদেশ দূতাবাস ওয়েবসাইট বা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সৌদি যুবরাজ মোহাম্মদ সালমান বিন সৌদের শোক প্রকাশের বিষয়ে কোনো তথ্য খুঁজে পায়নি।

এছাড়াও, আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে এ-সম্পর্কিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে প্রকাশিত (আর্কাইভ) ইসলামিক বক্তাদের শোক বার্তার তালিকায় সৌদি যুবরাজের নাম পাওয়া যায়নি।

Screenshot : Facebook

মূলত, গত ১৪ আগস্ট জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার মৃত্যুতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ শোক প্রকাশ করেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে সৌদি যুবরাজ সালমান কর্তৃক সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশের কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।  

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর হয়ে ১৯৯৬ ও ২০০১ সালে পর পর দুইবার বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দেলাওয়ার হোসাইন সাঈদী। ২০১০ সালের ২৯শে জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের একটি মামলায় তিনি গ্রেফতার হন। পরে ২ আগস্ট এদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকেই কারাগারে ছিলেন জামায়াতের এই নেতা। আন্তর্জাতিক অপরাধ আদালতে তাঁর বিরুদ্ধে আনা মোট বিশটি অভিযোগের মধ্যে আটটিতে তিনি আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার পর দুটো অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে আদালত ২০১৩ সালে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। তবে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে ২০১৪ সালে আপীল বিভাগ সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেয়। দণ্ডাদেশ পুনর্বিবেচনা চেয়ে রাষ্ট্রপক্ষ ও সাঈদীর পৃথক রিভিউ আবেদন খারিজ করে ২০১৭ সালের ১৫ মে আমৃত্যু কারাদণ্ড বহাল রাখা হয়। এরপর থেকে কারাগারে থেকেই সাজা ভোগ করছিলেন তিনি।

সুতরাং, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শোক প্রকাশ করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Crown Prince Court: website
  • Bangladesh Embassy, Riyad: website
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img