সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ ও খাগড়াছড়িসহ দেশের আরও কয়েকটি জেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এই বন্যাকবলিত এলাকাগুলোতে বিশেষ করে ফেনী ও নোয়াখালী অঞ্চলের দিকে বন্যার্তদের উদ্ধার–সহায়তায় ইঞ্জিনচালিত সাম্পান, নৌকা ও স্পিডবোট নিয়ে গিয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী দল।
এরই প্রেক্ষিতে, ‘ফেনী নোয়াখালী অভিমুখে সব নৌযান।এটাই বাংলাদেশ।’ শীর্ষক শিরোনামে সাম্পানের বহরের একটি ছবি প্রচারিত করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্পানের বহরের যাত্রার ছবিটি দেশের চলমান বন্যায় ফেনী ও নোয়াখালী অঞ্চলের বন্যার্তদের উদ্ধার সহায়তায় যাওয়ার ঘটনার নয়। বরং,ছবিটি ২০২৩ সালের মার্চ মাসে কর্ণফুলী নদী রক্ষায় চট্টগ্রামে অনুষ্ঠিত সাম্পান খেলা ও সাম্পান শোভাযাত্রার।
অনুসন্ধানের শুরুতে আলোচিত সাম্পানের বহরের ছবিটি রিভার্স ইমেজ চার্স করে চট্টগ্রামের গণমাধ্যম ‘দৈনিক আজাদী’ এর ওয়েব সাইটে ২০২৩ সালেল ০৩ মার্চ ‘কর্ণফুলী রক্ষায় সাম্পান শোভাযাত্রা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ছবিটি ফিচার ইমেজ হিসেবে পাওয়া যায়।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ‘চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র ও কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের উদ্যোগে আয়োজিত কর্ণফুলী রক্ষায় বৃহত্তর সামাজিক আন্দোলন সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলার দ্বিতীয় দিন সাম্পান শোভাযাত্রা সম্পন্ন হয়েছে। ইছানগর সদরঘাট, চরপাথরঘাটা অভয়মিত্রঘাট, সদরঘাট ও ব্রিজঘাট সাম্পান মাঝি কল্যাণ সমিতির তিন শতাধিক সাম্পান এই শোভাযাত্রায় অংশগ্রণ করে কর্ণফুলী রক্ষার দাবি জানায়।’
এছাড়াও একই ঘটনায় ‘নয়া দিগন্ত’ এর ওয়েবসাইটে ২০২৩ সালের ০৪ মার্চ ‘কর্ণফুলী রক্ষায় সাম্পান শোভাযাত্রা ও সাম্পান খেলা অনুষ্ঠিত’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও ফিচার ইমেজ হিসেবে আলোচিত ছবিটি পাওয়া যায়।
সুতরাং, চট্টগ্রাম ভিন্ন ঘটনার সাম্পানের বহরের পুরোনো ছবিকে চলমান বন্যায় ফেনী ও নোয়াখালী অভিমুখে বন্যার্তদের উদ্ধারের জন্য সাম্পানের বহরের যাত্রার দৃশ্য দাবিতে প্রচারিত হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- দৈনিক আজাদী: কর্ণফুলী রক্ষায় সাম্পান শোভাযাত্রা
- নয়া দিগন্ত: কর্ণফুলী রক্ষায় সাম্পান শোভাযাত্রা ও সাম্পান খেলা অনুষ্ঠিত
- Rumor Scanner’s Own Analysis