সম্প্রতি, “দুই বছরের এই ছোট শিশুটিট নাম সাইদুল পিতা – মো বাদল মিয়া গ্রাম – বানিনগর ইউনিয়ন – কাকিনা থানা – কালিগঞ্জ জেলা – লালমনিরহাট শিশুটি পাকস্থলিতে টিউমার বহন করছে, জরুরী ভিত্তিতে অপারেশন করা প্রয়োজন।” শীর্ষক শিরোনামে এক শিশুর কয়েকটি ছবি সংযুক্ত করে একটি মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাইদুল নামে প্রচারিত ছবিগুলো কোনো বাংলাদেশি শিশুর নয় বরং এগুলো আফসানা নামে ভারতের রোগাক্রান্ত এক শিশুর ছবি।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, “With a belly 3X her size, Afsana needs a BMT to live” শীর্ষক শিরোনামে ভারতের গণ-অর্থায়ন প্লাটফর্ম ‘impactguru’ এর ওয়েবসাইটে প্রকাশিত শিশুটির ছবি খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি, ‘ImpactGuru’ এর অফিশিয়াল ফেসবুক পেজে ২০২১ সালের ৯ অক্টোবরে শিশুটির জন্য ফান্ডরাইজিং নিয়ে প্রকাশিত পোস্টে একই শিশুর ছবি খুঁজে পাওয়া যায়।
এছাড়াও, ‘impactguru’ এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১৪ সেপ্টেম্বরে“With a belly 3X her size, Afsana needs a BMT to live” শীর্ষক শিরোনামে গণ-অর্থায়নের জন্য প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
মূলত, ছবিগুলো আফসানা নামের ৪ বছর বয়সী ভারতের এক শিশুর। শিশুটি চেডিয়াক হিগাশি সিনড্রোম নামক একটি রোগে আক্রান্ত। আফসানা এনএইচ নারায়না সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলো। ৪ বছর বয়সী ভারতীয় শিশু আফসানার ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে বাংলাদেশি রোগাক্রান্ত শিশু সাইদুলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
এছাড়া, সাম্প্রতিক সময়ে সাইদুল নামে আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টগুলোয় উল্লিখিত ব্যক্তিগত বিকাশ, নাম্বারে যথাক্রমে (01951880797) একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিগত কয়েকমাস যাবত শুধুমাত্র নাম ও ছবি পরিবর্তন করে ভিন্ন ভিন্ন শিরোনামে আর্থিক সহায়তার নামে প্রতারণা মূলক তথ্য প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, রিউমর স্ক্যানার টিম পূর্বেও বিভিন্ন নাম ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টগুলোকে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
সুতরাং, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় রোগাক্রান্ত শিশু আফসানার ছবি বাংলাদেশের রোগাক্রান্ত শিশু সাইদুলের ছবি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
Impact Guru website: https://www.impactguru.com/fundraiser/help-afsana-khatun-mk-story-v1-tr
Impact Guru Page: https://www.facebook.com/ImpactGuru/photos/afsana-was-diagnosed-when-she-was-an-infant-her-stomach-kept-swelling-and-her-sk/3072764346315846/
Impact Guru youtube: https://www.youtube.com/watch?v=uVwtkmfc9Hs&t=47s