বুধবার, অক্টোবর 9, 2024

কুসিকের মেয়র উপনির্বাচনে তাহসিন বাহারের প্রার্থীতা বাতিলের গুজব

২০২২ সালের জুনে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে জয় লাভ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আরফানুল হক রিফাত। গত বছরের ডিসেম্বরে অসুস্থ অবস্থায় তার মৃত্যু হলে এই সিটি কর্পোরেশনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আজ (০৯ মার্চ) এই সিটি কর্পোরেশনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে চার মেয়র প্রার্থীর একজন মহানগর আওয়ামী লীগ মনোনীত তাহসিন বাহার। তবে নির্বাচনে ভোট গ্রহণ শুরুর আগের রাতেই (০৮ মার্চ রাত ১১ টা ৪০ মিনিটে) ফেসবুকে ‘নগর কন্যা সূচী আপা’ নামে একটি প্রোফাইল থেকে একটি পোস্টের মাধ্যমে দাবি করা হচ্ছে, ‘নির্বাচনের ঠিক আগ মূহুর্তে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন মহানগর আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা।’

একই অ্যাকাউন্ট থেকে রাত ০১ টা ৩০ মিনিটে করা এক পোস্টে ‘সময় টিভি’র ফটোকার্ডের আদলে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমে দাবি করা হয়, ‘ভোট কেন্দ্রে হামলার অভিযোগে বাস প্রতীকের প্রার্থী ডা: তাহসিন বাহার সূচনার প্রার্থীতা বাতিল করেছে ইসি।’ 

আজ সকালেও (সকাল ০৭ টা ০৭ মিনিট) যমুনা টিভি’র ফটোকার্ডের আদলে তৈরি আরেকটি ফটোকার্ডের মাধ্যমে একই দাবি করা হয়েছে। 

তাহসিন

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুসিকের মেয়র উপ-নির্বাচন থেকে তাহসিন বাহার সরে দাঁড়াননি এবং তার প্রার্থীতাও বাতিল করা হয়নি বরং গতরাত এবং আজ সকালে এই ভুল তথ্য ফেসবুকে প্রচার করা হলেও পরবর্তী সময়ে তাকে ভোট দিতে দেখা গেছে এবং নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলেও বক্তব্য দিয়েছেন। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে সময় টিভি এবং যমুনা টিভি এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেছে কিনা সে বিষয়ে জানতে গণমাধ্যম দুইটির ফেসবুক পেজ (যমুনা, সময়) এবং ওয়েবসাইট (সময়, যমুনা) অনুসন্ধান করে এমন কোনো তথ্য মেলেনি। 

ওপেন সোর্স অনুসন্ধানে দেখা যায়, নির্বাচনে নিজের ভোট প্রদানের জন্য সকাল সাড়ে দশটার পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যান মেয়র প্রার্থী তাহসিন বাহার। উক্ত সময়ের সংবাদ (, ) এবং লাইভ ফুটেজ (, ) বিশ্লেষণ করে তার নির্বাচন থেকে সরে দাঁড়ানো কিংবা তার প্রার্থীতা বাতিল সংক্রান্ত কোনো তথ্য মেলেনি। বরং তাকে বলতে শোনা যায়, “নির্বাচন সুষ্ঠু হচ্ছে। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।”

তাছাড়া, গণমাধ্যম, ইসি কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রেই আলোচিত দুই দাবির সত্যতা মেলেনি। এমনকি আজ সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরুর আগেও এই সিটি কর্পোরেশনের কোনো কেন্দ্রেই হামলার ব্যাপারে কোনো তথ্য মেলেনি। 

‘নগর কন্যা সূচী আপা’ নামে যে ফেসবুক প্রোফাইল থেকে আলোচিত দাবিগুলো প্রচার করা হয়েছে, সেই প্রোফাইলটি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এই প্রোফাইলে পাবলিক প্রাইভেসিতে সবচেয়ে পুরোনো পোস্টটি পাওয়া যায় গত ১৫ ফেব্রুয়ারি। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাহসিন বাহার এবং তার বাবা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বাহাউদ্দীন বাহারের ছবি সম্বলিত একটি প্রোফাইল ছবি আপডেট করা হয়। এরপর থেকে আলোচিত তিনটি পোস্টের আগ পর্যন্ত এই প্রোফাইল থেকে নিয়মিত তাহসিন বাহারের পক্ষেই প্রচারণা চালাতে দেখা গেছে। 

মূলত, আজ (০৯ মার্চ) কুমিল্লা সিটি কর্পোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে চার মেয়র প্রার্থীর একজন মহানগর আওয়ামী লীগ মনোনীত তাহসিন বাহার। তবে নির্বাচনে ভোট গ্রহণ শুরুর আগের রাত এবং আজ সকালে ফেসবুকে ‘নগর কন্যা সূচী আপা’ নামে একটি প্রোফাইল থেকে একটি পোস্টের মাধ্যমে দাবি করা হয়, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাহসিন বাহার। আরো দুই পোস্টে সময় ও যমুনা টিভির আদলে তৈরি ফটোকার্ডের মাধ্যমে দাবি করা হয়, তাহসিন বাহারের প্রার্থীতা বাতিল করেছে ইসি। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যাচ্ছে, এই দাবিগুলোর কোনোটিই সঠিক নয়৷ তাহসিন বাহার এসব দাবি প্রচার পরবর্তী সময়ে ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়েছেন এবং নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বলে সাংবাদিকদের জানিয়েছেন। 

সুতরাং, কুসিকের মেয়র উপনির্বাচনে তাহসিন বাহারের প্রার্থীতা বাতিল এবং নির্বাচন থেকে তার সরে দাঁড়ানো সংক্রান্ত দুইটি দাবি ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img