চলতি বছর টেসলা পাই ফোন বাজারে আসার দাবিটি গুজব

সম্প্রতি, ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা ইনকর্পোরেটেড এ বছরের শেষের দিকে টেসলা পাই নামের বিশেষ ফিচার সমৃদ্ধ একটি স্মার্টফোন বাজারে আনছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে গণমাধ্যমে প্রচারিত ভিডিও দেখুন স্টার গল্প (ফেসবুক), এটিএন নিউজ (ফেসবুক), কালবেলা (ফেসবুক)  জুম বাংলা, দ্য ডেইলি ক্যাম্পাস, প্রবাস টাইম (ইউটিউব)।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

গণমাধ্যমের ইউটিউব চ্যানেল প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে।  

একই দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, টেসলা চলতি বছর টেসলা পাই নামের বিশেষ ফোন বাজারে আনছে শীর্ষক কোনো ঘোষণাই দেয়নি বরং, অন্তত ২০১৭ সাল থেকে এই দাবিটি ইন্টারনেটে প্রচার হয়ে আসছে। ২০২১ সালে একটি ইউটিউবের একটি ভিডিও থেকে বর্তমান দাবিটির সূত্রপাত হলেও সেখানেও বলা ছিল যে, টেসলার সাথে এই কনসেপ্টের কোনো সম্পর্ক নেই। তাছাড়া, টেসলার পক্ষ থেকেও এমন কোনো ফোন বাজারে আসার আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি৷

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে ২০১৭ সালে জেরেমি স্মিথ নামের একজন থ্রিডি এনিমেশন ডিজাইনার তার ইউটিউব চ্যানেল কনসেপ্ট ক্রিয়েটরে টেসলা ফোনের একটি কনসেপ্ট ডিজাইন তৈরি করে প্রচার করেন, এটি থেকেই মূলত টেসলা ফোনের ধারণাটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। 

Screenshot: Youtube

ইউটিউব চ্যানেলটি পর্যালোচনা করে দেখা যায়, জেরেমি স্মিথ তার চ্যানেলে সাধারণত স্মার্টফোন ও টেক ডিভাইস রিভিউ করে থাকেন। এছাড়াও তিনি বিভিন্ন সময় স্মার্টফোনের কনসেপ্ট ডিজাইন তৈরি করে সেটিও প্রচার করে থাকেন। এর সাথে সংশ্লিষ্ট কোম্পানির কোনো সম্পর্ক নেই।

পরবর্তী অনুসন্ধানে adrstudiomgmt নামের আরেক ইউটিউব চ্যানেলে ২০২১ সালে Tesla Model P [CONCEPT] শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিওর সন্ধান পাওয়া যায়।

ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, উক্ত ভিডিওটি টেসলা মডেল পি নামের একটি স্মার্টফোনের কনসেপ্ট ডিজাইনের। এছাড়াও ভিডিওটিতে দাবি করা হয়, টেসলা মডেল পাই নামের এই ফোনটি নিউরোলিংকের মাধ্যমে মানুষের মস্তিষ্কের সাথে যুক্ত থাকবে, সৌর শক্তি থেকে চার্জ হবে, ইন্টারনেটের জন্যে স্টারলিংক স্যাটেলাটের সাথে যুক্ত থাকবে এবং এটি গাড়ি চালাতেও সক্ষম। তবে ভিডিওটির শেষে জানানো হয়, উক্ত ভিডিওর সাথে কোনোভাবেই টেসলার কোনো সম্পর্ক নেই। এটি মূলত টেসলাকে উৎসর্গ করে তৈরি করা একটি কনসেপ্ট ভিডিও। 

Screenshot: Youtube 

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে প্রতীয়মান হয়, এই ভিডিওটির সূত্রেই পরবর্তীতে আলোচিত দাবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। কারণ পরবর্তী সময়ে গণমাধ্যম এবং ইলেকট্রনিক ডিভাইস বিক্রয়কারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলোতে একই ডিজাইন সম্বলিত টেসলা পাই ফোন বাজারে আসার তথ্য প্রচার করা হয়।

রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, তৎকালীন বা সাম্প্রতিক সময়ে টেসলা কিংবা ইলন মাস্কের পক্ষ থেকে টেসলা পাই ফোন নামের কোনো স্মার্টফোন বাজারে আনার বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। বরং গত জুনেই ইলম মাস্ক জানান যে টেসলা কোনো ফোন বাজারে আনছে না। 

সুতরাং, চলতি বছর টেলস পাই নামের একটি স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে শীর্ষক পুরোনো একটি গুজব নতুন করে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

হালনাগাদ/ Update

২০ অক্টোবর, ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে একই দাবি সম্বলিত দৈনিক কালবেলায় প্রচারিত ভিডিও আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত ভিডিওটি প্রতিবেদনে দাবি হিসেবে যুক্ত করা হলো।

আরও পড়ুন

spot_img