টিকটকে আরএস ফাহিমের মৃত্যুর গুজব 

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে দাবি করা হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম মারা গেছেন। 

আরএস ফাহিমের মৃত্যুর

hackar of soyad ahmed (আর্কাইভ) নামক টিকটক অ্যাকাউন্ট থেকে গত ১০ জুন প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই পর্যন্ত টিকটকে ভিডিওটি দেখা হয়েছে ১৩ লাখেরও অধিক বার।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্যসূত্র ছাড়াই ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম সূত্রে আরএস ফাহিমের মৃত্যু সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে, দাবিটি প্রচারের কাছাকাছি সময়ে গত ৮ জুন অনলাইন সংবাদমাধ্যম ডেইলি বাংলাদেশের ওয়েবসাইটে ‘যেভাবে মৃত্যু হয় তরুণ ইউটিউবারের, জানালেন আর এস ফাহিম’ শিরোনামে একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদের বরাতে জানা যায়, গত ৮ জুন ভোরবেলা আরএস ফাহিম চৌধুরীর ভ্লগের ভিডিও ধারণ করার সময় দূর্ঘটনায় তার দলের সদস্য রবিউল আলম তনু মারা যায়। 

অর্থাৎ, ফাহিমের দলের সদস্যের মৃত্যুর ঘটনার সময়ে তার মৃত্যুর দাবিটি ছড়ানো হয়েছে। 

পরবর্তীতে, আরএস ফাহিমের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট বিশ্লেষণ করে তার মৃত্যুর দাবিটি প্রচারের পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দৃশ্যমান উপস্থিতি লক্ষ্য করা যায়। গত ১৪ জুলাই তার অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এরপরও বিভিন্ন সময়ে তাকে পোস্ট করতে দেখা যায়। এছাড়াও, চলমান কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে সর্বশেষ গত ১৭ জুলাই পোস্ট করার পর বেশ ক’দিন তার ফেসবুক পেজে কোনো কার্যক্রম ছিল না। 

পরবর্তীতে, বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির বিনোদন সাংবাদিক তানভীর হাসান গত ২৫ জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে আরএস ফাহিম চৌধুরীর সুস্থ ও নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করেন। 

Screenshot: Facebook

সর্বশেষ ৩০ জুলাই (আজ) আরএস ফাহিম চৌধুরীর অফিশিয়াল ফেসবুক পেজের প্রোফাইল ছবি আপডেট করতে দেখা যায়।

মূলত, সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম মারা গেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আরএস ফাহিম মারা যাওয়ার দাবিটি সঠিক নয়। তার মৃত্যুর দাবি প্রচার হওয়ার পর তাকে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকতে দেখা যায়।

সুতরাং, কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম  মারা গেছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img