ইসলামিক সংগীতে ক্রিস্টিয়ানো রোনালদোর অভিনয়ের ভিডিওটি এডিটেড

সম্প্রতি, জনপ্রিয় পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর ইসলামিক গজল গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিও দেখুন এখানে

ভিডিওটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পর্তুগীজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর কণ্ঠে গাওয়া গজল দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করা।

পরবর্তীতে, অনুসন্ধানের মাধ্যমে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম  টিকটকে beawareabdullah নামের একটি আইডিতে “God is the greatest, Allahu Akbar. Mashaallah” (আর্কাইভ) শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot of Tiktok video by @bewarabdullah

ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি ইতালিয়ান ফুটবল ক্লাব জুভেন্টাসের জার্সি পরে “মুহাম্মাদুন নাবিয়ুনা” শিরোনামের একটি ইসলামিক সংগীতে অভিনয় করছেন।

পরবর্তীতে, অনুসন্ধানের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে Beware Abdullah (আর্কাইভ) নামে একটি ফেসবুক একাউন্টও খুঁজে পাওয়া যায়।

উক্ত ফেসবুক একাউন্টটিতে ২০২০ সালের ৩০ অক্টোবরে “মুহাম্মাদুন নাবিয়ুনা” শিরোনামের সংগীতের একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

Screenshot of Facebook post by Bewar Abdullah

পাশাপাশি, সেই ফেসবুক একাউন্টটিতে একই ব্যক্তি কর্তৃক অভিনীত সমজাতীয় আরো কিছু ভিডিও ও ছবি খুঁজে পাওয়া যায়।

Screenshot of Facebook post by Bewar Abdullah
Screenshot of Facebook post by Bewar Abdullah

এছাড়া একই একাউন্টে ২০২১ সালের ১৬ জুন “Hi ✔️” শীর্ষক শিরোনামে CR7 লেখা একটি ছবি খুঁজে পাওয়া যায়।

Screenshot of Facebook post by Bewar Abdullah

ছবিটির কমেন্টবক্স ঘুরে দেখা যায়, অনেকেই তাকে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো লাগছে বলে মন্তব্য করেছেন।

মূলত, ‘মুহাম্মাদুন নাবিয়ুনা’ নামের ইসলামিক সংগীতে ক্রিস্টিয়ানো রোনালদো অভিনয় করেনি। প্রকৃতপক্ষে, এই সংগীতে অভিনয় করা মূল ব্যক্তি Bewar Abdullah, যার চেহারা ও চুলের গঠন অনেকটা রোনালদোর মতো। ২০২০ সালে তার অভিনীত ‘মুহাম্মাদুন নাবিয়ুনা’ সংগীতের ভিডিওকেই বর্তমানে প্রযুক্তির সহায়তায় রোনালদোর চেহারা বসিয়ে তৈরি করে ক্রিস্টিয়ানো রোনালদোর অভিনীত গজল দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।

অর্থাৎ, পর্তুগীজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর অভিনীত ইসলামিক গজলের ভিডিও দাবিতে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  1. Tiktok_video: God is the greatest, Allahu Akbar. Mashaallah (আর্কাইভ)
  2. Bewar Abdullah Facebook Profile:https://www.facebook.com/profile.php?id=100036007400915 
  3. Facebook Post by Bewar Abdullah: মুহাম্মাদুন নাবিয়ুনা (আর্কাইভ)

আরও পড়ুন

spot_img