সম্প্রতি “All Bangladesh & The Rock Jonsons Whatsapp Competitions” শীর্ষক শিরোনামের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে প্রচার করা হয়।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হোয়াটসঅ্যাপ কম্পিটিশনের নামে প্রচারিত উক্ত পোস্টারটি সত্য নয় বরং কোনোরূপ তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে প্রচার করা হচ্ছে।
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জানা যায়, ‘The Rock Jonson Foundation’ নামক ওয়েবসাইট থাকলেও উক্ত ওয়েবসাইটে উল্লেখিত পোস্টারটি পাওয়া যায় নি।
পোস্টারটিতে দুইটি প্যারায় ইংরেজি ও বাংলায় লেখা আছে যে,
“Congratulations dear customer you have won a prize of 25,00,000 taka or BDT in facebook all Bangladesh sim cards & Whatsapp IMO numbers competition.
Call the senior supervisor Mr. Rana Pratap to get your prize of lottery from the Rock Johnson Foundation & Bangladesh lottery. Follow company rules & get your prize. Add this number to whatsapp & call at whatsapp only.
অভিনন্দন প্রিয় গ্রাহক আপনি ২৫,০০,০০০ টাকার পুরস্কার জিতেছেন বা ফেসবুকে বিডিটি অল বাংলাদেশী সিম কার্ডস এবং হোয়াটসঅ্যাপ আইএমও নম্বর প্রতিযোগিতা।
রক জনসন ফাউন্ডেশন এবং বাংলাদেশ লটারি থেকে থেকে আপনার লটারির পুরিস্কার পেতে সিনিয়র সুপারভাইজার জনাব আকাশ ভার্মাকে ফোন করুন। আপনার পুরস্কার পেতে কোম্পানীর বিধি অনুসরণ করুন। এই নাম্বারটি হোয়াটসঅ্যাপে যুক্ত করুন এবং হোয়াটসঅ্যাপে কল করুন।”
এছাড়াও, পোস্টারটিতে ব্যবহৃত নাম্বারটিতে যোগাযোগ করা হলে উক্ত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
পোস্টারটি পর্যবেক্ষণে আরো দেখা যায়, ইংরেজিতে লেখা দ্বিতীয় প্যারায় সিনিয়র সুপারভাইজার হিসেবে মি. রানা প্রতাপ উল্লেখ থাকলেও বাংলায় অনুবাদিত প্যারায় সিনিয়র সুপারভাইজার হিসেবে আকাশ ভার্মার নাম উল্লেখ করা হয়।
অর্থাৎ, পোস্টারটিতে তথ্যের অসামঞ্জস্যতা সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়।
তাছাড়াও পোস্টারটিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, বাংলাদেশের পতাকা ব্যবহার করা হয়েছে। কিন্তু উক্ত লটারি কার্যক্রম বাংলাদেশের অনুমোদিত বলে কোনো গ্রহণযোগ্য সূত্র পাওয়া যায় নি এবং পোস্টারটি কোনো নির্দিষ্ট সূত্র, অফিশিয়াল ওয়েবসাইট কিংবা কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে পাওয়া যায় নি।
অর্থাৎ, রক জনসন ফাউন্ডেশন কর্তৃক পঁচিশ লক্ষ টাকা লটারি জেতার ক্যাম্পেইনটি সম্পূর্ণ ভুয়া।
তথ্যসূত্র
- রিউমর স্ক্যানার টিমের নিজস্ব অনুসন্ধান