সম্প্রতি মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত সুইটি আলম সুরভীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উল্লেখ করে মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন দেখুন প্রথম আলো, নিউজ২৪, আজকের পত্রিকা, ডেইলি বাংলাদেশ ,আমাদের সময়(১), বাংলাদেশ মুমেন্টস, দৈনিক শিক্ষা, ঢাকা পোস্ট, বিবার্তা২৪, ডেইলি ক্যাম্পাস(১), ডেইলি ক্যাম্পাস (২) , বিডি২৪লাইভ, জনকণ্ঠ, বাংলা ট্রিবিউন(১), বাংলা ট্রিবিউন (২), সময় টিভি, বাংলা নিউজ২৪, সংবাদ প্রকাশ, ঢাকা মেইল, যুগান্তর, বাংলাদেশ টুডে, কালবেলা (১), প্রতিদিনের সংবাদ, কালবেলা (২), আলোকিত বাংলাদেশ, সারা বাংলা, দেশ রূপান্তর, বিডি২৪রিপোর্ট, ডিবিসি নিউজ, ক্যাম্পাস লাইভ, আমাদের সময়(২), আলোকিত প্রতিদিন, বাংলা ইনসাইডার, দৈনিক করতোয়া, সংবাদডটনেট।

গণমাধ্যমের ফেসবুক পেজ সহ অন্যান্য পেজে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে। আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

দৈনিক দেশ রূপান্তরের প্রিন্ট ভার্সনে প্রকাশিত এ সম্পর্কিত প্রতিবেদন দেখুন এখানে।

দৈনিক যুগান্তরের ইপেপারে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত সুইটি আলম সুরভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন নয় বরং তিনি প্রকৃতপক্ষ ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে অধ্যয়নরত ছিলেন।
আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে মূলধারার গণমাধ্যম ভোরের কাগজে গত ১৯ মার্চ ‘মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত সুইটি ঢাবির শিক্ষার্থী নয়‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. নেভিন ফরিদাকে উদ্ধৃত করে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় যে-ই শিক্ষার্থীর মৃত্যুর কথা বলা হচ্ছে সেটা ঢাবির ইংরেজি বিভাগের নয়। বিভাগটির দ্বিতীয় বর্ষে সুইটি নামে কোনো ছাত্রী নেই। দ্বিতীয় বর্ষ ছাড়াও অন্যান্য ব্যাচেও এই নামে কোনো শিক্ষার্থী নেই।

পরবর্তীতে অনুসন্ধানে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটির জনসংযোগ দফতরের ডেপুটি রেজিস্ট্রার সোহেল আহসান নিপুর ফেসবুক একাউন্টে সড়ক দুর্ঘটনায় সুইটি আলম সুরভীর মৃত্যুতে একটি শোকবার্তা (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

বিজ্ঞপ্তিটি থেকে জানা যায়, সুইটি আলম সুরভী বাংলাদেশ ইউনিভার্সিটির ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব স্ট্রাস্টিজ এর চেয়ারম্যান কাজী জামিল আজহার এবং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম।
পরবর্তীতে রিউমর স্ক্যানারের পক্ষ থেকে এ বিষয়ে জানতেমবাংলাদেশ ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার সোহেল আহসান নিপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও নিশ্চিত করেন যে, সুইটি আলম সুরভী বাংলাদেশ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
মূলত, গত ১৯ মার্চ সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ ঘটনায় এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ১৯ জনের প্রাণহানির ঘটেছে। নিহতদের মধ্যে থাকা সুইটি আলম সুরভীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে মূলধারার একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, নিহত সুরভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না৷ তিনি মূলত ঢাকায় অবস্থিত বেসরকারি বাংলাদেশ ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
উল্লেখ্য, মাদারীপুরের এই দুর্ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থী আফসানা মিমি নামের আরেক শিক্ষার্থীও নিহত হয়েছেন ।

সুতরাং, মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত সুইটি আলম সুরভীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী দাবিতে গণমাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Daily Bhorer Kagoj: মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত সুইটি ঢাবির শিক্ষার্থী নয়
- Press Release of Bangladesh University: সুইটি আলম সুরভীর মৃত্যুতে শোকবার্তা
- Conversation with Deputy Register (Public Relations, Bangladesh University)
- Daily Samakal: স্নাতকোত্তরের সার্টিফিকেট নেওয়া হলো না আফসানার
হালনাগাদ/ Update
১৪ ফেব্রুয়ারি, ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে অনলাইন সংবাদমাধ্যম ‘ডেইলি বাংলাদেশ’ এর এ সংক্রান্ত দাবি সম্বলিত প্রতিবেদন আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত গণমাধ্যমকেও দাবি হিসেবে প্রতিবেদনে যুক্ত করা হলো।