গত ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ভারতীয় স্পেসক্রাফট চন্দ্রযান-৩। চন্দ্রযান-৩ এর বিষয়ে প্রকাশিত সংবাদে বাংলাদেশ ও ভারতের একাধিক সংবাদমাধ্যমে এই মিশনের ডিরেক্টর ঋতু করিধাল বলে দাবি করা হয়েছে।
উক্ত দাবিতে বাংলাদেশের গণমাধ্যমের কিছু প্রতিবেদন দেখুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বাংলাদেশ জার্নাল, নয়া দিগন্ত, উইমেন চাপ্টার।
একই দাবিতে ভারতের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবদন দেখুন আনন্দবাজার, এই সময়, দ্য টাইমস অফ ইন্ডিয়া, নিউজ১৮ বাংলা, ওয়ান ইন্ডিয়া, আজতক।
উক্ত দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চন্দ্রযান-৩ মিশনের ডিরেক্টর ঋতু করিধাল বলে যে দাবি করা হয়েছে তা সঠিক নয় বরং এই মিশনের ডিরেক্টর এস মোহানা কুমার।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভারতের সংবাদমাধ্যম The Economic Times এর ওয়েবসাইটে গত ২৪ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, চন্দ্রযান-৩ এর মিশন ডিরেক্টর এর দায়িত্বে আছেন জ্যৈষ্ঠ বিজ্ঞানী এস মোহানা কুমার।
এই প্রতিবেদনে ঋতু করিধালের বিষয়ে কোনো তথ্য উল্লেখ না থাকলেও The Economic Times এরই গত ২৫ আগস্ট প্রকাশিত আরেক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঋতু করিধাল এই মিশনে জ্যৈষ্ঠ বিজ্ঞানী হিসাবে দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে ভারতের সংবাদমাধ্যম Times Now এর ওয়েবসাইটে গত ২৬ আগস্ট এস মোহানা কুমারের ভিডিও সাক্ষাৎকার প্রকাশিত হয়।
সাক্ষাৎকারের শুরুতে এস মোহানা কুমারের উপস্থিতিতে উপস্থাপক তাকে চন্দ্রযান-৩ মিশনের ডিরেক্টর হিসেবে পরিচয় করিয়ে দেন।
রিউমর স্ক্যানার টিম পরবর্তীতে এ বিষয়ে জানতে চন্দ্রযান-৩ অভিযানের দায়িত্বে থাকা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো’র সাথে যোগাযোগ করলে ইসরোর পক্ষ থেকে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করা হয়েছে, এস মোহানা কুমারই এই মিশনের ডিরেক্টর।
মূলত, ভারতীয় স্পেসক্রাফট চন্দ্রযান-৩ এর বিষয়ে প্রকাশিত সংবাদে বাংলাদেশ ও ভারতের একাধিক সংবাদমাধ্যমে এই মিশনের ডিরেক্টর ঋতু করিধাল বলে দাবি করা হয়েছে। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, এই মিশনের ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন এস মোহানা কুমার।
প্রসঙ্গত, চন্দ্রযান-৩ এর বিষয়ে পূর্বেও একাধিক গুজব ছড়িয়ে পড়লে সেসব বিষয়ে ফ্যাক্টচেক প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, চন্দ্রযান-৩ এর মিশন ডিরেক্টর ঋতু করিধাল দাবিতে কতিপয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- The Economic Times: Chandrayaan-3: Meet the architects behind India’s Moon mission.
- The Economic Times: ISRO’s Chandrayaan-3 mission started at classrooms across country
- Times Now: Unknown Story Behind Moon Landing
- Statement from ISRO