বন্যায় উদ্ধার কার্যক্রমের সময় তিন ছাত্রলীগ নেতার মৃত্যুর দাবিতে কালবেলার নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ ও খাগড়াছড়ি জেলার কিছু এলাকা প্লাবিত হয়েছে। এরই প্রেক্ষিতে “ফেনীতে উদ্ধার কাজে সাহায্য করতে গিয়ে ডুবে মারা গেছে- ৩ ছাত্রলীগ নেতা। দাফন করা হলো দূরের গ্রামে” শীর্ষক তথ্যে বা শিরোনামে কালবেলা’র ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

উক্ত ফটোকার্ড যুক্ত ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ের বন্যায় ফেনীতে উদ্ধার কাজে সাহায্য করতে গিয়ে তিন ছাত্রলীগ নেতার মৃত্যু – শীর্ষক তথ্যে বা শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম কালবেলা কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটিতে কালবেলার লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২২ আগস্ট, ২০২৪ তারিখের কথা উল্লেখ করা হয়েছে।

Screenshot: Facebook 

উক্ত তথ্যের সূত্র ধরে কালবেলার ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত তথ্য বা শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

কালবেলার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

এছাড়া আলোচিত ফটোকার্ডের সাথে কালবেলা কর্তৃক প্রকাশিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। 

Photocard Comparison By Rumor Scanner 

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে  কোনো তথ্য মূলধারার জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে পাওয়া যায়নি।

সুতরাং, ফেনীতে উদ্ধার কাজে সাহায্য করতে গিয়ে ৩ ছাত্রলীগ নেতার পানিতে ডুবে মারা গেছে  শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র 

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img