বৃহস্পতিবার, সেপ্টেম্বর 21, 2023
spot_img

ত্রাণ নিয়ে আহাজারির ভিডিওটি একটি শর্টফিল্মের অংশ

সম্প্রতি “আপনারা এতো দেরী করলেন ক্যান ভাই…তিন দিন না খেয়ে” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি সিলেটে বন্যার্তদের আহাজারির প্রকৃত ভিডিও নয় বরং ভিডিওটি একটি শর্টফিল্মের খন্ডিত অংশ।

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে, Unique Story নামের একটি ফেসবুক পেইজে ২৩ জুন “বানভাসি মানুষের জীবন নিয়ে নির্মিত, সময় সাময়িক ঘটনা (আর্কাইভ ভার্সন: এখানে) ” শীর্ষক শিরোনামে ৭ মিনিট ১৪ সেকেন্ডের একটি শর্টফিল্ম ভিডিও খুঁজে পাওয়া যায়। যেখানে আলোচিত ভিডিওর দৃশ্যের সাথে উক্ত ভিডিওর দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়। 

পরবর্তীতে, ঐ ভিডিওটির মূল নির্মাতা Sujon Emon ফেসবুক আইডি খুঁজে পাওয়া যায় এবং উক্ত আইডিতে গত ২৩ জুন “এমন অসংখ্য পেইজে ভিডিও  ভাইরাল হয়েছে, কষ্ট  হলো লাভের গুর পিপরা খেয়ে ফেললো। ভিডিও ক্লিপ টি দিয়ে মানুষ কে ভুল বোঝানো হচ্ছে, দয়া করে সম্পন্ন ভিডিও টি দেখুন। (আর্কাইভ ভার্সন: এখানে)” শীর্ষক শিরোনামে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টটিতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে নির্মাতা বলেন, তার ভিডিও ক্লিপটি দিয়ে মানুষকে ভুল বুঝানো হচ্ছে। 

এছাড়া তিনি তার ফেসবুক Sujan Emon থেকে ২৪ জুন “আমার নির্মিত শর্ট ফিল্ম এর ক্লিপ ভাইরাল হওয়া নিয়ে (আর্কাইভ ভার্সন: এখানে) ” শীর্ষক শিরোনামে লাইভ ভিডিও করেন।

এই লাইভ ভিডিওটিতে তিনি বলেন, “আমার অভিনীত ও নির্মিত সাত মিনিটের একটি শর্টফিল্মের ক্লিপ ভাইরাল হয়ে গেছে। এটা বিভিন্ন পেইজ থেকে শেয়ার দেওয়া হচ্ছে, নিজেরা ফেসবুক থেকে নামিয়ে শেয়ার দিচ্ছে, ফলে এটা যে একটা অভিনীত শর্টফিল্ম তা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে৷ অনেকেই ভাবছে এটা আসলে বাস্তব কিছু। আমি ক্লিয়ার করতে চাই যে, এটা আমার নির্মিত একটা শর্টফিল্ম।”

এছাড়া এই নির্মাতার ফেসবুক পেইজ Unique Story তে তার নির্মিত ও অভিনীত আদর্শবান দোকানদারপরিবহন শ্রমিকরা কি মানুষ না? শীর্ষক দুইটি শর্টফিল্ম খুঁজে পাওয়া যায়। 

মূলত, সমসাময়িক বন্যার ঘটনা নিয়ে সুজন ইমন নামের এক ভিডিও নির্মাতা এই ভিডিওটি তৈরি করে “বানভাসী মানুষের জীবন নিয়ে নির্মিত সময় সাময়িক ঘটনা” শিরোনামে Unique Story নামের একটি পেজে প্রকাশ করেছিলেন। যা পরবর্তীতে বাস্তব ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে বিষয়টি বাস্তব দাবিতে ভাইরাল হওয়ার পর ভিডিও নির্মাতা সুজন ইমন এক ফেসবুক পোস্ট এবং লাইভে ভিডিওটি ভুলভাবে প্রচারের বিষয়ে ব্যাখ্যা করেছেন।

সুতরাং, সিলেটের বন্যা পরিস্থিতিতে নিয়ে নির্মিত একটি শর্টফিল্মের খন্ডিত অংশকে সিলেটে বন্যার্তদের আহাজারির প্রকৃত ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img