রিয়াল মাদ্রিদ মহালয়ার শুভেচ্ছা জানিয়েছে দাবিতে এআই দিয়ে তৈরি ছবি প্রচার

সম্প্রতি স্পেনের বিখ্যাত ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ হিন্দু ধর্মাবলম্বীদের মহালয়ার শুভেচ্ছা জানিয়েছে দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, রিয়াল মাদ্রিদ হিন্দু ধর্মাবলম্বীদের মহালয়ার শুভেচ্ছা জানিয়েছে বলে প্রচারিত ছবিটি বাস্তব নয়, বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি।

ছবিটির সত্যতা যাচাইয়ে কোনো বিশ্বস্ত উৎসে এর অস্তিত্ব মেলেনি। একইভাবে, রিয়েল মাদ্রিদের সাম্প্রতিক কোনো ম্যাচে মহালয়া উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে ব্যানার প্রদর্শনের কোনো তথ্যও পাওয়া যায়নি।

পরবর্তীতে, রিউমর স্ক্যানার টিম ছবিটির বিশ্লেষণে কয়েকটি অসামঞ্জস্য চিহ্নিত করেছে, যা সাধারণত এআই দিয়ে তৈরি ছবিতে দেখা যায়। উদাহরণস্বরূপ, কিছু ব্যক্তির হাতে স্বাভাবিকের চেয়ে বেশি আঙুল রয়েছে এবং আঙুলের গঠনও অস্বাভাবিক; কিছু ব্যক্তির মুখমণ্ডলের গঠন, বিশেষ করে চোখ, নাক ও ঠোঁটের অবস্থান প্রকৃত চেহারার সাথে সঙ্গতিপূর্ণ নয়; পোশাকের ডিজাইন এবং প্যাটার্নে অস্পষ্টতা ও বিকৃতি রয়েছে; ভিড়ের মধ্যে অনেকের অবস্থান এবং শারীরিক সংযোগ অস্বাভাবিকভাবে একে অপরের সাথে মিশে গেছে; আলো এবং ছায়ার ব্যবহারে বাস্তবসম্মত বৈশিষ্ট্যের অভাব রয়েছে; এমনকি দর্শকদের অনেকের অভিব্যক্তি স্বাভাবিকের তুলনায় একঘেয়ে এবং অস্বাভাবিক মনে হচ্ছে।

Claim image analysis: Rumor Scanner.

বিস্তারিত অনুসন্ধানে, ‘Baalspn Football’ নামের একটি ফেসবুক পেজে ছবিটির মূল উৎস পাওয়া যায়।

Screenshot: Facebook.

গত ২ অক্টোবর দুপুর ১টা ১৬ মিনিটে আলোচ্য ছবি সম্বলিত পোস্টের মন্তব্যে একজন ফেসবুক ব্যবহারকারী জানতে চান, ছবিটি এডিট করা কিনা। এর জবাবে পেজ কর্তৃপক্ষ জানায়, পূর্বে তারা ঈদ নিয়ে এমন ছবি তৈরি করত, তাই এবার মহালয়া নিয়ে এটি তৈরি করেছে।

Screenshot: Facebook.

পরবর্তীতে রিউমর স্ক্যানার টিম পেজটির সঙ্গে যোগাযোগ করলে, তারা আরও নিশ্চিত করে যে ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি ছবি রিয়াল মাদ্রিদের মহালয়া উপলক্ষ্যে শুভেচ্ছা জানানোর বাস্তব দৃশ্য বলে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis.
  • Facebook post by Baalspn Football.
  • Statement from Baalspn Football. 

আরও পড়ুন

spot_img