ভিন্ন ব্যক্তিকে চিন্ময়ের আইনজীবী দাবিতে মিথ্যা তথ্য ভারতীয় গণমাধ্যমে

গত ২৫ নভেম্বর শাহজালাল বিমানবন্দর থেকে  বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিন ২৬ নভেম্বর পুলিশ তাকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করলে তিনি আদালতে জামিন আবেদন করেন। তবে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এরপর গত ০৩ ডিসেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের শুনানি থাকলেও তার পক্ষে আইনজীবী উপস্থিত না থাকায় তা পিছিয়ে আগামী ০২ জানুয়ারি ধার্য করে আদালত। 

এরই প্রেক্ষিতে, ইসকনের কলকাতা শাখার সহ-সভাপতি রাধারমণ দাস তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন। 

আইনজীবী
Screenshot: X

 পোস্টে হাসপাতালে চিকিৎসারত এক আহত ব্যক্তির একটি ছবি যুক্ত করে তিনি দাবি করেন, ছবির আহত ব্যক্তির নাম রমেন রায়। তিনি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। মুসলিমরা রমেন রায়ের বাড়ি ভাঙচুর করেছে এবং তার ওপর হামলা করেছে। সে এখন আইসিইউতে আছেন। 

উক্ত পোস্টকে সূত্র ধরে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন– এনডি টিভি,  দ্য টাইমস অব ইন্ডিয়া, বিজনেস স্ট্যান্ডার্ড, জি ২৪ ঘন্টা, ইন্ডিয়ান এক্সপ্রেস, উইয়ন, ফিনানশিয়াল এক্সপ্রেস, রিপাবলিক ওয়াল্ড, নিউজ৯, টিভি৯, আজতাক, টাইমস নাউ নিউজ, ইন্ডিয়া টুডে, এবিপি লাইভ, হিন্দুস্তান টাইমস, লোকমাত টাইমস, পিটিসি নিউজ, ফ্রি প্রেস জার্নাল, ওয়ান ইন্ডিয়া, মাতৃভূমি, নিউজ এক্স, সিএনএন নিউজ ১৮, স্বরাজ্য, মিন্ট, নিউজ বাইটস, ভাইবস অফ ইন্ডিয়া এবং এইচডব্লিউ নিউজ

ভারতীয় এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রচারিত পোস্ট দেখুন– টাইমস অব ইন্ডিয়া, দ্য জয়পুর ডায়ালগ, আরটি ইন্ডিয়া, টাইমস অ্যালজেব্রা এবং টাইমস নাউ। 

ভারতীয় গণমাধ্যম টিভি৯ এর এক্সক্লুসিভ এডিটরের পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের ফেসবুক অ্যাকাউন্টে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এছাড়া, ফেসবুকে প্রচারিত আরও কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পালও উক্ত দাবিতে পোস্ট করেছেন। দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবির আহত ব্যক্তি তথা রমেন রায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নন বরং, আহত রমেন রায় আইনজীবী হলেও তিনি চিন্ময় কৃষ্ণ দাসের মামলার সাথে সম্পৃক্ত নন৷ প্রকৃতপক্ষে, গত ২৫ নভেম্বর শাহবাগে চিন্ময়কে গ্রেফতারের প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীদের কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলায় রমেন রায় আহত হন। তবে তার বাড়ি ভাঙচুরের কোনো তথ্য পাওয়া যায়নি।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ‘Hindus News’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ২৫ নভেম্বর করা একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে বলা হয়, আজ (২৫ নভেম্বর) শাহবাগে সনাতনীদের ওপর হামলায় অ্যাডভোকেট রমেন রায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি৷ 

এছাড়া, ‘Dayamay Biswas Dipu’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ০১ ডিসেম্বর দেওয়া একটি পোস্ট থেকে জানা যায়, গত ২৫ নভেম্বর শাহবাগে আহত আইনজীবী রমেন রায় ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে গত ২৫ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৫ নভেম্বর “বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ”র মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগে চলা অবস্থান কর্মসূচিতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রমেন রায় (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। উক্ত ঘটনায় দেশিয় অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়। (,)

অর্থাৎ, রমেন রায় চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার দিন আহত হয়েছেন। 

এছাড়া, সাম্প্রতিক সময়ে আইনজীবী রমেন রায়ের বাড়ি ভাঙচুরের কোনো তথ্য গণমাধ্যম কিংবা অন্যকোনো বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

পরবর্তীতে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি স্বতন্ত্র গৌরাঙ্গ দাসের সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি বলেন, ভারতীয় গণমাধ্যম বিষয়টি মিথ্যাভাবে উপস্থাপন করছে। রমেন রায় গত ২৫ নভেম্বর শাহবাগে আহত হয়েছেন। আহত রমেন রায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নন। 

সুতরাং, দুর্বৃত্তদের হামলায় আহত রমেন রায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী এবং রমেন রায়ের বাড়ি ভাঙচুর করা হয়েছে শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img