বৃহস্পতিবার, মার্চ 28, 2024
spot_img

রাজস্থান রয়্যালস কর্তৃক বাংলাদেশে ক্রিকেট একাডেমি করার আগ্রহ প্রকাশের খবরটি পুরোনো

সম্প্রতি, “ব্রেকিং নিউজ: সাকিব মুস্তাফিজের জন্য বিশাল সুখবর দিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস” শীর্ষক শিরোনামে একটি সংবাদ কিছু ভূইফোঁড় অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের অংশ হুবহু তুলে ধরা হলো, “বাংলাদেশে ক্রিকেট একাডেমি করতে চায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস। ঝটিকা সফরে ঢাকায় এসে আজ সংবাদমাধ্যমকে এমন ইচ্ছার কথাই জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যান রঞ্জিত বারঠাকুর।

আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করে রাজস্থান রয়্যালসের তিন সদস্যের প্রতিনিধিদল। তারা মিরপুরের ‘হোম অব ক্রিকেটে’র বিভিন্ন সুযোগ–সুবিধা ঘুরে দেখে। এ সময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা।”

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। এবং আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের বাংলাদেশে ক্রিকেট একাডেমি তৈরি করার বিষয় নিয়ে প্রকাশিত তথ্যটি সাম্প্রতিক সময়ের নয় বরং তথ্যটি এক বছর পূর্বের।

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, দেশীয় মূলধারার সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ এর অনলাইন সংস্করণে ২০২১ সালের ৪ মার্চে “বাংলাদেশে ক্রিকেট একাডেমি করবে রাজস্থান রয়্যালস?” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot from Prothom Alo

এছাড়া, দেশীয় সংবাদমাধ্যম ‘ঢাকা ট্রিবিউন’ এবং যুগান্তরে ২০২১ সালের মার্চে বিষয়টি নিয়ে প্রকাশিত প্রতিবেদন খুজে পাওয়া যায়। 

Screenshot from Dhaka Tribune

মূলত, আইপিএলের ফ্র‍্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস কর্তৃক বাংলাদেশে ক্রিকেট একাডেমি করার আগ্রহ প্রকাশ নিয়ে ২০২১ সালে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের লেখা অপরিবর্তিত রেখে তারিখ উল্লেখ ছাড়াই সাম্প্রতিক সময়ে “সাকিব মুস্তাফিজের জন্য বিশাল সুখবর দিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস” শীর্ষক দাবিতে বিভ্রান্তিকরভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

সুতরাং, আইপিএল ফ্র‍্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস কর্তৃক বাংলাদেশে ক্রিকেট একাডেমি করার আগ্রহ প্রকাশ নিয়ে ২০২১ সালে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের লেখা হুবহু কপি করে তারিখ উল্লেখ ছাড়াই সাম্প্রতিক সময়ে অপ্রাসঙ্গিকভাবে নতুন করে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ব্রেকিং নিউজ: সাকিব মুস্তাফিজের জন্য বিশাল সুখবর দিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. প্রথম আলো- বাংলাদেশে ক্রিকেট একাডেমি করবে রাজস্থান রয়্যালস?
  2. যুগান্তর- বাংলাদেশে ক্রিকেট একাডেমি করতে আগ্রহী রাজস্থান রয়্যালস
  3. ঢাকা ট্রিবিউন- দেশে ক্রিকেট একাডেমি স্থাপনের পরিকল্পনা করছে ‘রাজস্থান রয়্যালস’
RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img