রেল গেইট থেকে মোবাইল ছিনতাইয়ের ভিডিওটি পূর্বপরিকল্পিত

সম্প্রতি “একটু অসাবধানতায় মূহুর্তেই সব শেষ, চলন্ত ট্রেনের রাস্তা তাড়াহুড়া করে পার হতে গিয়ে সব শেষ।” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, একটু অসাবধানতায় মূহুর্তেই সব শেষ শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওগুলোতে মোবাইল ছিনতাইয়ের যে ঘটনাটি দেখানো হয়েছে সেটি সত্য নয় বরং ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা। 

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে Street help নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ৮ জুলাই “दबंग स्टाइल में चोर ने किया मोबाइल चोरी || (হিন্দী থেকে অনূদিত: Thief steals mobile in Dabang style) by street help” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, চ্যানেলটি মূলত মানুষকে সতর্ক ও বিনোদনের উদ্দেশ্যে  ভিডিও বানিয়ে থাকে। 

এছাড়া বিস্তারিত বিবরণীতে চ্যানেলটি থেকে আরও জানানো হয়, বিনোদনের উদ্দেশ্যে আমাদের টিম দ্বারা তৈরি করা এটি একটি ভিডিও কন্টেন্ট। অনুগ্রহ করে নিজেরা করার চেষ্টা করবেন না। কেউ করার চেষ্টা করলে তার জন্য আমরা দায়ী নই।

পরবর্তীতে চ্যানেলটিতে ঘুরে এ ধরনের বিনোদন ও মানুষকে সতর্ক করার উদ্দেশ্যে তৈরি করা আরও ভিডিও খুঁজে পাওয়া যায়। 

মূলত, বিনোদন ও মানুষকে সতর্ক করার উদ্দেশ্যে একটি ইউটিউব চ্যানেলে রেল গেইটে ট্রেন আসার আগ মুহূর্তে মোবাইল ছিনতাইয়ের একটি ঘটনা চিত্রায়িত করা হয়। কিন্তু এই ঘটনাটিকেই ‘একটু অসাবধানতায় মূহুর্তেই সব শেষ, চলন্ত ট্রেনের রাস্তা তাড়াহুড়া করে পার হতে গিয়ে সব শেষ’ শীর্ষক শিরোনামে ট্রেন থেকে মোবাইল ছিনতাইয়ের বাস্তব ঘটনার ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে।

সুতরাং, একটু অসাবধানতায় মূহুর্তেই সব শেষ শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওগুলোতে মোবাইল ছিনতাইয়ের যে ঘটনাটি দেখানো হয়েছে সেটি সত্য নয়; এটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Street help Youtube Channel: Thief steals mobile in Dabang style

আরও পড়ুন

spot_img