নারায়নগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে গুলি চালানো ব্যক্তিটি পুলিশ কর্মকর্তা রাহুল নয়

সম্প্রতি “নারায়ণগঞ্জের খুনি।! রাহুল পাটওয়ারী, সহকারী পুলিশ সুপার , গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি। বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ। বাবা পৌর মেয়র ও আওয়ামিলীগ সভাপতি আবুল খায়ের পাটওয়ারী। এই সব লাইসেন্সধারী সন্ত্রাসীদের ভাইরাল করুন। যাতে ভবিষ্যতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এদের বিচার আওতায় আনা হয়।” শীর্ষক শিরোনামে ছবি সম্বলিত একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নারায়নগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে গুলি চালানো ছবির ব্যক্তিটি পুলিশ কর্মকর্তা রাহুল পাটওয়ারী নন এবং তিনি নারায়ণগঞ্জে পুলিশের গোয়েন্দা শাখার সহকারী পুলিশ সুপার হিসেবেও কর্মরত নন। এছাড়া তিনি গত ১৮ আগস্ট থেকে মা-বাবার চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন।

নারায়নগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে গুলি চালানো ব্যক্তির ছবি দাবিতে ভাইরাল ছবিটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুলিশ কর্মকর্তা Rahul Patwary (আর্কাইভ) এর একাউন্টে ৩ সেপ্টেম্বর দেওয়া একটি স্ট্যাটাস খুঁজে পাওয়া যায়।

Screenshot of Rahul Patwary’s Facebook post

স্ট্যাটাসটিতে রাহুল পাটোয়ারী বর্তমানে ভারতের চেন্নাইয়ে অবস্থান করছেন জানিয়ে লিখেন, “গত পহেলা সে‌প্টেম্বর নারায়ণগ‌ঞ্জের এক‌টি ঘটনায় সারা‌দেশ ব্যাপী ‌বি‌ভিন্ন ব্যক্তিগত প্রোফাইল এবং বি‌ভিন্ন ফেইসবুক পেইজ, ফেইসবুক গ্রুপ হ‌তে এক‌টি দ‌লের কর্মী, সমর্থক এবং বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতৃবৃন্দ আমার নাম ঠিকানা ব্যবহার ক‌রে মিথ্যা প্রচারণায় লিপ্ত থে‌কে মানুষ‌কে বিভ্রান্ত করার চেষ্টা কর‌ছে। এর মধ্য দি‌য়ে তারা শুধু আমার বিরু‌দ্ধেই মিথ্যাচার কর‌ছে না, তারা বাংলা‌দেশ পু‌লি‌শের বিরু‌দ্ধেও মিথ্যাচারে লিপ্ত আ‌ছে। আপনা‌দের জ্ঞাতা‌র্থে জানা‌চ্ছি যে বাবা মা‌য়ের ট্রিট‌মেন্ট এর জন্য বহিঃবাংলা‌দেশ ছু‌টিতে বাবা মা‌কে নি‌য়ে গত ১৮ই আগস্ট হ‌তে আ‌মি ই‌ন্ডিয়ার চেন্নাই‌তে আ‌ছি। ট্রিট‌মেন্ট শেষ ক‌রে দে‌শে ফির‌তে আ‌রো ৩/৪ দিন সময় লাগ‌বে। মিথ্যা অপপ্রচারকারীদের বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা নে‌য়া হ‌বে।”

পরবর্তীতে অনুসন্ধানের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন খুঁজে পাওয়া যায়। 

Source: mhapsd.gov.bd

গত ১৭ আগস্ট জারিকৃত এই প্রজ্ঞাপনটি থেকে জানা যায়, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ঢাকায় কর্মরত রাহুল পাটোয়ারীকে পিতা-মাতার চিকিৎসা গ্রহণের উদ্দেশ্যে ৭ আগস্ট অথবা ছুটি ভোগের তারিখ থেকে ১২ দিনের বহিঃবাংলাদেশ ছুটি মঞ্জুর করা হয়েছে। 

পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ঢাকা কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রতেও তাকে স্পেশাল ব্রাঞ্চ, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে উল্লেখ করা হয়েছে।

Source: police.gov.bd

এছাড়া রাহুল পাটওয়ারীর ফেসবুক একাউন্টে (আর্কাইভ) ২০২১ সালের ৪ জুলাই তাকে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কার্যকরী কমিটির সহ ক্রীড়া সম্পাদক নির্বাচিত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন সূচক একটি স্ট্যাটাস খুঁজে পাওয়া যায়।

Screenshot of Rahul Patwary’s Facebook post

এই স্ট্যাটাসে প্রদত্ত একটি ছবি থেকেও তার সিটিএসবিতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকার বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

Image shared by Rahul Patwary on Facebook

অপরদিকে বাংলাদেশের মূলধারার গণমাধ্যম সমকালে ৩ সেপ্টেম্বর “চায়নিজ রাইফেল দিয়ে গুলি করেন ডিবির এসআই কনক” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Source: samakal

এই প্রতিবেদনটি থেকে জানা যায়, নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় চায়নিজ রাইফেল দিয়ে গুলি ছুড়েন ডিবি পুলিশের এসআই মাহফুজুর রহমান কনক। তাকে চায়নিজ রাইফেল দিয়ে পরপর তিন রাউন্ড গুলি করতে দেখা গেছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। 

অর্থাৎ নারায়নগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে গুলি চালানো ব্যক্তিটি পুলিশ কর্মকর্তা রাহুল পাটওয়ারী নয়। তিনি ডিবি পুলিশের এসআই মাহফুজুর রহমান কনক।

মূলত, গত পহেলা সেপ্টেম্বর বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়৷ এ ঘটনায়  অস্ত্রধারী এক পুলিশ কর্মকর্তার ছবিকে নারায়ণগঞ্জে পুলিশের গোয়েন্দা শাখার(দাবিকৃত) সহকারী পুলিশ সুপার রাহুল পাটওয়ারীর ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। যদিও রাহুল পাটওয়ারী তার বাবার চিকিৎসা জনিত কারণে ছুটি নিয়ে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। এবং তিনি নারায়ণগঞ্জে ডিবি পুলিশের এএসপি হিসেবে কর্মরত নয় বরং তিনি পুলিশের বিশেষ শাখার(এসবি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ঢাকায় কর্মরত।

অপরদিকে গণমাধ্যম সূত্রে জানা যায়, নারায়নগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে গুলি চালানো ব্যক্তিটি হলেন ডিবি পুলিশের এসআই মাহফুজুর রহমান কনক।

প্রসঙ্গত, পহেলা সেপ্টেম্বর বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, নেত্রকোনা ও পাবনাসহ দেশের নানা জায়গায় সংঘর্ষ হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ শহরে বিএনপি কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে যুবদল কর্মী শাওন প্রধান (২০) নিহত হন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন।

সুতরাং, ‘নারায়নগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে গুলি চালানোর দৃশ্য দাবিতে অস্ত্র হাতে ভাইরাল ছবির ব্যক্তিটি পুলিশ কর্মকর্তা রাহুল পাটওয়ারী’ শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  1. Rahul Patwary Facebook Post: Rahul Patwary (আর্কাইভ)
  1. Rahul Patwary Facebook Post: Rahul Patwary (আর্কাইভ)
  1. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা: রাহুল পাটওয়ারীর ছুটির প্রজ্ঞাপন
  1. পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ঢাকার অনাপত্তি পত্র: রাহুল পাটওয়ারীর পাসপোর্টের অনাপত্তিপত্র
  1. Daily Samakal: চায়নিজ রাইফেল দিয়ে গুলি করেন ডিবির এসআই কনক
  1. BBC Bangla: বিএনপি: কয়েক জেলায় প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ জন
  2. Daily Prothom Alo: নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে যুবদল কর্মী নিহত

আরও পড়ুন

spot_img