সম্প্রতি “কাতারের অধিনায়ক ফিলিস্তিনের পতাকা সম্বলিত আর্মব্যান্ড পড়ে মাঠে নেমেছেন আজ” শীর্ষক শিরোনামের একটি তথ্য গত ২০ নভেম্বর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কাতারের অধিনায়ক ফিলিস্তিনের পতাকা সম্বলিত আর্মব্যান্ড পড়ে মাঠে নামেননি বরং ছড়িয়ে পড়া ছবিতে থাকা জার্সি ও আর্মব্যান্ডের সাথে কাতারের বিশ্বকাপ জার্সির মিল নেই।
যেভাবে অনুসন্ধান
ছড়িয়ে পড়া পোস্টগুলোতে গত ২০ নভেম্বর বিশ্বকাপে কাতারের একটি ম্যাচে দলটির অধিনায়কের ফিলিস্তিনের পতাকা সম্বলিত আর্মব্যান্ড পড়ার দাবি করা হয়েছে।
এই তথ্যের সূত্র ধরে ফিফার ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, সেদিন অর্থাৎ ২০ নভেম্বর কাতারে চলমান ফিফা ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল কাতার ও ইকুয়েডর।
পরবর্তীতে কাতার ফুটবল এসোসিয়েশনে অফিশিয়াল ফেসবুক পেজে উক্ত ম্যাচের কিছু ছবি খুঁজে পাওয়া যায়। তাছাড়া ছবি শেয়ারিং সাইট ‘Getty Images’ এও উক্ত ম্যাচের বেশকিছু ছবি খুঁজে পাওয়া যায়। সেখানে কাতারের অধিনায়ক হাসান আল হায়দুসেরও কিছু ছবি পাওয়া যায়।

রিউমর স্ক্যানার টিম দাবিকৃত ছবিতে থাকা অধিনায়কের জার্সি ও উক্ত ম্যাচের ছবিতে কাতারের অধিনায়কের জার্সি বিশ্লেষণ করে দেখেছে।
দাবিকৃত ছবিতে ডানহাতে যে আর্মব্যান্ডটি পরে থাকতে দেখা গেছে সেটি ফিলিস্তিনের পতাকা-ই। ছবিতে ডান হাতের বামপাশে একটি কাতারের পতাকা আঁকা দেখা যাচ্ছে।
কিন্তু ২০ নভেম্বর যে জার্সি পরে কাতারের অধিনায়ক হাসান আল হায়দুস মাঠে নেমেছিলেন সেটিতে একই স্থানে কাতারের কোনো পতাকা নেই। এমনকি পুরো জার্সির (সামনের অংশ, পেছনের অংশ) কোথাও কাতারের কোনো পতাকা আঁকা নেই।
তাছাড়া দাবিকৃত ছবির আর্মব্যান্ডের সাথেও কাতারের অধিনায়কের পরা আর্মব্যান্ডের কোনো মিল নেই। কাতারের অধিনায়ক হাসান আল হায়দুস যে আর্মব্যান্ড পরেছিলেন সেটি মূলত আকাশী রংয়ের একটি আর্মব্যান্ড যাতে লেখা ছিল,”Football Unites the World.”

মূলত, চলমান ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ২০ নভেম্বর মুখোমুখি হয় কাতার ও ইকুয়েডর। সে ম্যাচে কাতারের অধিনায়ক হাসান আল হায়দুস ফিলিস্তিনের পতাকা সম্বলিত আর্মব্যান্ড পড়ে মাঠে নেমেছিলেন দাবি করে ফেসবুকে প্রচার করা হচ্ছে। কিন্তু ছড়িয়ে পড়া ছবিতে যে জার্সি এবং আর্মব্যান্ড দেখা গেছে সেটির সাথে ম্যাচে পরা কাতারের অধিনায়কের জার্সি এবং আর্মব্যান্ডের মিল পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইউরোপের সাতটি দেশ ইংল্যান্ড, ওয়েলস, বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি ও ডেনমার্কের ফুটবল টিমের ক্যাপ্টেনরা এবারের কাতার বিশ্বকাপে বাহুতে ‘ওয়ান লাভ আর্মব্যান্ড’ পরার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা হুঁশিয়ারি করেছে, ওই ব্যান্ড পরলে মাঠে হলুদ কার্ড পাবেন টিম ক্যাপ্টেন।
প্রসঙ্গত, চলমান কাতার ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে একাধিক গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, কাতারের অধিনায়ক ফিলিস্তিনের পতাকা সম্বলিত আর্মব্যান্ড পড়ে মাঠে নেমেছিলেন দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Getty Images: Hassan Al-Haydos
- Facebook: Shots from the match between our national team 🇨🇦 and Ecuador