জিটিএ কে সিনেমা সিরিজ দাবি করে বিভ্রান্তিকর সংবাদ প্রচার

গতকাল ৫ ডিসেম্বর জনপ্রিয় ভিডিও গেম সিরিজ গ্র্যান্ড থেফট অটোর নতুন কিস্তি গ্র্যান্ড থেফট অটো-৬ (জিটিএ-৬) এর ট্রেলার মুক্তি পেয়েছে। উক্ত বিষয়ে সংবাদ প্রকাশ করতে গিয়ে জাতীয় দৈনিক প্রথম আলো গেম সিরিজটিকে সিনেমা সিরিজ উল্লেখ করে সংবাদ প্রচার করেছে।

সংবাদটি হুবহু তুলে ধরা হলো-

‘ভিডিও গেমস নিয়ে আলোচিত সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ এখনো তুঙ্গে। ১০ বছর পরে নতুন রূপে আসছে গ্র্যান্ড থেফট অটো ৬ সিনেমার সিকুয়েল। গতকাল অ্যাকশন, ক্রাইম ড্রামা ঘরানার এই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। প্রথম দিনে এই ট্রেলার দেখেছেন ১০ মিলিয়ন দর্শক। দেড় মিনিটের এই ট্রেলার থেকে জানা যায়, সিনেমাটি এবারই প্রথম নারীপ্রধান চরিত্রের দেখা পাওয়া যাবে। সিনেমাটি ২০২৫ সালে মুক্তি পাবে।’

জিটিএ

সংবাদটির আর্কাইভ দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) সিনেমা সিরিজ নয় বরং এটি একটি ভিডিও গেম সিরিজ।

গ্র্যান্ড থেনফট অটো কী?

গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) মূলত জনপ্রিয় একটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার ভিডিও গেম সিরিজ। এই ভিডিও গেম সিরিজটি রকস্টার নর্থ (পূর্বে ডিএমএ ডিজাইন নামে পরিচিত) তৈরি করে এবং রকস্টার গেমস প্রকাশ করে। ১৯৯৭ সালে গ্র্যান্ড থেফট অটো প্রথম বাজারে আসে। গেমটির সর্বশেষ সংস্করণ গ্যান্ড থেফট অটো-৫ (জিএটিএ-৫) ২০১৩ সালে প্রকাশ পায়।

গতকাল ৫ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন গেমটির নতুন কিস্তি জিটিএ-৬ এর ট্রেলার মুক্তি পেয়েছে। গেমের এই নতুন কিস্তি ২০২৫ সালে প্রকাশ করা হবে।

পরবর্তীতে, রকস্টার গেমসের ইউটিউব চ্যানেলে ট্রেলারটি খুঁজে পাওয়া যায়।

মূলত, গতকাল জনপ্রিয় অ্যাকশন-অ্যাডভেঞ্চার ভিডিও গেম সিরিজ গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) এর নতুন কিস্তি জিটিএ-৬ এর ট্রেলার মুক্তি পেয়েছে। গেমটির নতুন এই কিস্তি ২০২৫ সালে প্রকাশিত হবে। উক্ত বিষয়ে সংবাদ প্রকাশ করতে গিয়ে জাতীয় দৈনিক প্রথম আলো গ্র্যান্ড থেফট অটো কে সিনেমা সিরিজ হিসেবে উল্লেখ করে। 

সুতরাং, গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) ভিডিও গেম সিরিজ হলেও দৈনিক প্রথম আলো এটিকে সিনেমা সিরিজ দাবি করে সংবাদ প্রকাশ করেছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img